Advertisement
১৯ এপ্রিল ২০২৪

উদ্বোধনের এক মাসের মাথায় বিহারে ভেঙে পড়ল ২৬০ কোটি টাকার ব্রিজ

মাত্র এক মাস আগে ওই ব্রিজের উদ্বোধন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রবল জলের তোড়ে গতকাল ভেঙে পড়েছে ওই ব্রিজের একটি অংশ।

সত্তারঘাট ব্রিজের ভেঙে পড়া অংশ। ছবি টুইটার থেকে নেওয়া।

সত্তারঘাট ব্রিজের ভেঙে পড়া অংশ। ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২০ ১৪:৩৮
Share: Save:

বিহারের গোপালগঞ্জে গণ্ডক নদীর উপর সত্তারঘাট ব্রিজ। ২৬০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে সেই ব্রিজ বানাতে। মাত্র এক মাস আগে ওই ব্রিজের উদ্বোধন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রবল জলের তোড়ে বুধবার ভেঙে পড়েছে ওই ব্রিজের একটি অংশ। সেই ঘটনার ভিডিয়ো শেয়ার করে নীতীশ সরকারকে বিঁধছেন সেখানকার বিরোধীরা। যদিও বিহার সরকারের দাবি, মূল ব্রিজের কোনও ক্ষতি হয়নি। ওই ব্রিজ সংলগ্ন রাস্তা ভেঙে পড়েছে।

গত চার দিনে প্রবল বৃষ্টিপাত হচ্ছে বিহারে। যার জেরে বেড়ে গিয়েছে গণ্ডক নদীর জলস্তর। সেই জলের তোড়েই সত্তারঘাট ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

বিহারের রাজধানী পটনা থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে রয়েছে ১.৪ কিলোমিটার দীর্ঘ সেই ব্রিজ। আট বছর আগে বিহার রাজ্য পুল নির্মাণ নিগম ওই ব্রিজ তৈরির কাজ শুরু করে। তার পর গত ১৬ জুন তার উদ্বোধন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। সত্তারঘাট ব্রিজ পূর্ব চম্পারণ জেলার সঙ্গে যুক্ত করেছে গোপালগঞ্জকে। দেখুন ভেঙে পড়া ব্রিজের ভিডিয়ো—

ব্রিজ ভাঙা নিয়ে টুইটারে নীতীশকে নিশানা বানিয়েছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদব। তিনি লিখেছেন, ‘‘আট বছরে ২৬৩ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই ব্রিজ। মাত্র ২৯ দিনেই তা ভেঙে পড়ল। দুর্নীতির ভীষ্ম পিতামহ নীতীশজি এটা নিয়ে একটি কথাও বলেননি। বিহারের সর্বত্র এ রকম লুঠ চলছে।’’ এক সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, ‘‘নীতীশ কুমারের জমানায় ব্রিজ ভেঙে পড়া স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যে সংস্থা এই ব্রিজ বানিয়েছে তাঁদের কালো তালিকাভুক্ত করার জন্য বিহার সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা।’’

বিহারে কংগ্রেস প্রধান মদনমোহন ঝা টুইটে লিখেছেন, ‘‘২৬৩.৪৭ কোটি টাকার ব্রিজ ১৬ জুন চালু হয়েছিল। ১৫ জুলাই তা ধসে গেল। দয়া করে এর জন্য ইঁদুরদের দোষ দেবেন না।’’

আরও পড়ুন: খেতের ফসল নষ্ট করে মার পুলিশের, আত্মহত্যার চেষ্টা দলিত দম্পতির

ব্রিজ ভেঙে পড়া নিয়ে সাফাই দিয়েছেন বিহারের সড়ক নির্মাণ মন্ত্রী নন্দকিশোর যাদব। এই ব্রিজ ভেঙে পড়াকে ‘সামান্য’ অ্যাখ্যা দিয়ে তিনি এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘বিজ্রের মূল অংশে কোনও ক্ষতি হয়নি। কেবল মাত্র একটি স্লাব ভেঙে পড়েছে। এটা একটা মাইনর কোলাপ্স।’’ তাঁর দাবি ব্রিজ সংলগ্ন একটি রাস্তা ভেঙে পড়েছে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে দেশে আক্রান্তের সংখ্যা হতে পারে ৩৫ লক্ষ, দাবি গবেষণার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bihar Bridge Collapse Nitish Kumar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE