বিয়ের রাতেই বরকে হুমকি দিয়েছিলেন নববধূ। তাঁকে যদি ছোঁয়ার চেষ্টা করেন, তা হলে খুন করবেন। শুধু তা-ই নয়, কেটে টুকরো টুকরো করারও হুমকি দেন বলে অভিযোগ। আবারও সেই উত্তরপ্রদেশ। এ বার ঘটনাস্থল প্রয়াগরাজ। আর এই ঘটনাই মেরঠের মুস্কানকাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে।
জানা গিয়েছে, সম্প্রতি নিষাদ নামে একু যবকের সঙ্গে বিয়ে হয়েছিল সিতারা নামে এক তরুণীর। কিন্তু বিয়ের রাতেই ওই তরুণীর আচরণ বদলে যায় বলে অভিযোগ নিষাদের। হুমকি দেন, নিষাদ যদি তাঁকে ছোঁয়ার চেষ্টা করেন তা হলে পরিণাম ভয়াবহ হবে। আর স্ত্রীর এই হুমকির পরই আতঙ্কিত হয়ে পড়েছিলেন নিষাদ। খবরটি নিষাদের পরিবারের সদস্যদের মধ্যে চাউর হতেই হুলস্থুল পড়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, নিষাদের পরিবার সিতারাকে প্রথমে বোঝানোর চেষ্টা করে। তাঁর বাড়ির সদস্যদেরও বিষয়টি জানানো হয়। তার পর দুই পরিবার একত্রে বসে এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। কয়েক দিন পরিস্থিতি ঠিক থাকলেও বিয়ের এক সপ্তাহ পরই প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তরুণী। এই ঘটনার পর তরুণী এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিষাদের পরিবার। দু’জনের খোঁজে তল্লাশি চলছে।