গাড়ি দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে। আর সেই খবর ব্রেকিং নিউজ হিসাবে দেখাতে হল স্ত্রীকে, যিনি ছত্তীসগঢ়ের এক নিউজ চ্যানেলের অ্যাঙ্কর।
সুপ্রীত কউর। ছত্তীসগঢ়ের একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের অ্যাঙ্কর হিসাবে কাজ করেন অনেক দিন। শনিবার সকালের নিউজ বুলেটিন পড়ার দায়িত্ব ছিল তাঁরই। নিউজ বুলেটিন দেখানের সময় এক সাংবাদিকের কাছে থেকে ফোন আসে। মহাসমুন্দ জেলার পিঠারাতে একটি গাড়ি দুর্ঘটনা নিয়ে জানাতেই তিনি ফোন করেন। সঙ্গে সঙ্গে সেই খবরটাকে ব্রেকিং নিউজ হিসাবে দেখাতে হয় সুপ্রীতকে।
আরও খবর: জিপিএস অনুসরণ করে মাঝ নদীতে গাড়ি নিয়ে আটকে গেলেন এই ব্যক্তি!