পহেলগাম হামলার পরে প্রায় আড়াই সপ্তাহ কেটে গিয়েছে। হামলাকারী জঙ্গিরা কোথায়, সেই প্রশ্নে নিরুত্তর নিরাপত্তা বাহিনী এবং জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে জঙ্গিদের সম্পর্কে তথ্য পেতে গতকাল দেশবাসীর কাছে আবেদন জানিয়েছে এনআইএ।
ঘটনার পরেই জম্মু-কাশ্মীর পুলিশ সন্দেহভাজন চার জঙ্গির স্কেচ প্রকাশ করেছিল। কিন্তু সূত্রের মতে, প্রত্যক্ষদর্শীদের মারফত জঙ্গিদের যে বিবরণ এনআইএ-র কাছে জমা পড়েছে, তার সঙ্গে আগের স্কেচের ফারাক রয়েছে। সম্ভবত সংশয় এড়াতে ফের প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নতুন করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এনআইএ-এর পক্ষে বলা হয়েছে, হামলার সময়ের একাধিক ছবি, ভিডিয়ো সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে। এনআইএ সেই সব ভিডিয়ো, ছবি খতিয়ে দেখার পক্ষপাতী। যাতে কোনও তথ্য তদন্তের পরিধির বাইরে না থেকে যায়। এনআইএ-এর মতে, পর্যটক এবং সেখানে যাঁরা ছিলেন, তাঁরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে ঘটনার দিনে, ঘটনা ঘটার আগে বা পরে কিছু শুনেছেন, দেখেছেন, ছবি তুলেছেন। এ ধরনের যে কোনও তথ্য তদন্তে সাহায্য করবে বলেই মনে করে এনআইএ।
ওই তদন্তের অগ্রগতি বা জঙ্গিদের গতিবিধি সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন গোয়েন্দারা। সূত্রের মতে, গোয়েন্দারা ঘরোয়া ভাবে মেনে নিচ্ছেন যে ভাবে ঘটনার এত দিন পরেও জঙ্গিরা পালিয়ে বেড়াচ্ছে, তা থেকে স্পষ্ট ওই এলাকায় স্থানীয় পর্যায়ে সাহায্য পাচ্ছে জঙ্গিরা। আপাতত সেই স্থানীয় সাহায্যকারীদের চিহ্নিত করাই সবচেয়ে বড় লক্ষ্য গোয়েন্দাদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)