মুম্বই বিমানবন্দর থেকে জঙ্গি সংগঠন আইএস-এর স্লিপার সেলের দুই সদস্যকে গ্রেফতার করেছে এনআইএ (জাতীয় তদন্তকারী সংস্থা)। শনিবার এই গ্রেফতারির কথা জানিয়েছে তারা। এইএস-এর হয়ে পুনেতে কাজ করত এই স্লিপার সেল। তার দুই সদস্য আবদুল্লা ফৈজ শেখ ওরফে ডায়পারওয়ালা এবং তালহা খানকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ দিন ধরে তারা ফেরার ছিল। অভিযোগ, পুনেতে বসে আইইডি তৈরি করে পরীক্ষা করেছিল তারা।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে পুনেতে আইইডি তৈরি করে তা পরীক্ষা করা হয়েছিল। সেই মামলায় আবদুল্লা এবং তালহার খোঁজ চলছিল। শুক্রবার রাতে জাকার্তা থেকে বিমানে চেপে মুম্বই বিমানবন্দরে নামতেই ওই দু’জনকে গ্রেফতার করে এনআইএ। সূত্রের খবর, জাকার্তায় লুকিয়েছিল আবদুল্লা এবং তালহা। আইইডি-কাণ্ডের পর থেকে গত দু’বছর ধরে ফেরার ছিল তারা। তাদের খবর জানার জন্য তিন লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। পাশাপাশি, জামিনঅযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল মুম্বইয়ের এনআইএ আদালত।
এনআইএ জানিয়েছে, পুনের ওই বিস্ফোরক তৈরির ঘটনায় আবদুল্লা এবং তালহা ছাড়াও আইএস স্লিপার সেলের আরও আট সদস্য জড়িত ছিল। তাদের আগেই হেফাজতে নেওয়া হয়েছে। আইইডি তৈরি এবং পরীক্ষা ছাড়াও ২০২২-২৩ সালে পুনেতে এই বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ শিবির চালিয়েছিল তালহারা। তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, ভারতের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করাই ছিল আইএস-এর স্লিপার সেলের উদ্দেশ্য। এই ঘটনায় তালহা, আবদুল্লা-সহ স্লিপার সেলের ১০ জন সদস্যের বিরুদ্ধে বেআইনি কাজ প্রতিরোধ আইন (ইউএপিএ), অস্ত্র আইন, বিস্ফোরক আইন, ভারতীয় দণ্ডবিধিতে আগেই চার্জশিট দিয়েছে তারা। আট জনকে আগেই হেফাজতে নিয়েছিল এনআইএ। এ বার বাকি দু’জনকেও হেফাজতে নিল।