তিন বার মৃত্যু পরোয়ানা জারির করেও তা পিছিয়ে গিয়েছে। চতুর্থ তথা শেষ পরোয়ানা অনুযায়ী আগামিকাল শুক্রবার নির্ভয়া কাণ্ডের চার দণ্ডিতের ফাঁসি কার্যকরের আগের দিন পর্যন্তও দোলাচল ছিল। তবে দিল্লির পটিয়ালা হাউস কোর্ট কার্যত জানিয়ে দিল পরোয়ানা আর পিছনোর প্রশ্নই নেই। ফলে অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত, বিনয় শর্মা ও মুকেশ সিংহের ফাঁসি কাল হচ্ছেই, এমনটাই মনে করছে আইনজ্ঞ মহল।
দিল্লির পটিয়ালা হাউস কোর্টের জারি করা শেষ মৃত্যু পরোয়ানা অনুয়ায়ী শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হওয়ার কথা নির্ভয়া কাণ্ডের চার দণ্ডিতের। কিন্তু তার আগের দিন পর্যন্ত আইনি লড়াই জারি রেখেছিল দণ্ডিতরা। আজ বৃহস্পতিবার তাঁদের আইনজীবীর দাবি ছিল, এখনও দণ্ডিতদের আইনি সংস্থান বাকি রয়েছে। তাই ফাঁসি পিছিয়ে দেওয়া হোক। কিন্তু আদালত সেই আর্জি খারিজ করে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর কোনও আইনি বিকল্প বাকি নেই।
আদালতে সরকারি আইনজীবী বলেন, ‘‘কোনও আইনি বিকল্প আর বাকি নেই। পবন ও অক্ষয়ের প্রাণভিক্ষার আবেদনও খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি। আমার বন্ধুরা আরও ১০০টা আবেদন করতে পারেন। কিন্তু তার কোনওটাই আইনি বিকল্প নয়।’’ এর পরেই দণ্ডিতদের আর্জি খারিজ করে দেন বিচারক।