Advertisement
E-Paper

স্বদেশি অস্ত্র তৈরিতে জোর দিলেন নির্মলা

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তরের পর আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে গবেষণা করেছিলেন নির্মলা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪২
পাশাপাশি: ডিআরডিও-র একটি অনুষ্ঠানে হাজির দুই কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার নয়াদিল্লিতে। ছবি: এএফপি।

পাশাপাশি: ডিআরডিও-র একটি অনুষ্ঠানে হাজির দুই কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার নয়াদিল্লিতে। ছবি: এএফপি।

স্বদেশি সমরাস্ত্রর লক্ষ্যে হাঁটতে চান, প্রথম দিনই বুঝিয়ে দিলেন নির্মলা সীতারামন।

নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে ‘মেক ইন ইন্ডিয়া’-র কথা বলেছিলেন। শিল্প-বাণিজ্যমন্ত্রী হিসেবে ‘মেক ইন ইন্ডিয়া’-য় নির্মলা তেমন সফল হতে পারেননি। আজ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে কিন্তু বলেন, বিদেশ থেকে সমরাস্ত্র আমদানি করার বদলে দেশেই তা তৈরিতে জোর দিতে চান তিনি। নির্মলা বলেন, ‘‘প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে যাতে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রকল্প মেক ইন ইন্ডিয়া-র ভূমিকা থাকে, তা আমাদের নিশ্চিত করতে হবে। ভারত প্রচুর পরিমাণে সমরাস্ত্র আমদানি করে। আমরা চাই, এ দেশেই সমরাস্ত্র তৈরি হবে। তা বিদেশেও রফতানি হবে।’’

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তরের পর আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে গবেষণা করেছিলেন নির্মলা। স্বদেশি সমরাস্ত্রে তিনি জোর দিতে চাইছেন দেখে শিল্পমহলও আশাবাদী। তাঁদের যুক্তি, আমেরিকা, রাশিয়া বা ইউরোপের বিভিন্ন সংস্থার
সঙ্গে ভারতের সংস্থাগুলির দেশি-বিদেশি যৌথ উদ্যোগে এ দেশে অস্ত্র কারখানা তৈরি হলে যথেষ্ট কর্মসংস্থান হবে।

পুজো-মন্ত্রপাঠের মধ্যে দায়িত্ব নিয়ে সারাদিন ধরেই দফায় দফায় সচিবদের সঙ্গে বৈঠক করেন নির্মলা। এর মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে গিয়েও দেখা করে আসেন তিনি। প্রণববাবু ইউপিএ জমানায় দীর্ঘদিন প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন। সেদিক থেকেও এই বৈঠক তাৎপর্যপূর্ণ। মন্ত্রী হিসেবে প্রথম সিদ্ধান্ত হিসেবে আজ ৮৬৮৫ জন অবসরপ্রাপ্ত ফৌজি, নিহত জওয়ানদের পরিবারের জন্য প্রতিরক্ষামন্ত্রীর তহবিল থেকে ১৩ কোটি টাকা বরাদ্দ করেছেন নির্মলা।

Nirmala Sitharaman Defence Minister Indian Politician Indigenous weapons নির্মলা সীতারামন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy