বিজেপির সর্বভারতীয় সভাপতি এক জন মহিলা হবেন— এই জল্পনায় মুখর রইল রাজধানীর রাজনীতি। দৌড়ে নাম উঠে এসেছে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন ছাড়াও ডি পুরন্দেশ্বরী এবং বনাথী শ্রীনিবাসনের মতো নেত্রীর। শেষ পর্যন্ত যদি ওই তিন জনের মধ্যে দল এক জনকে বেছে নেয়, সে ক্ষেত্রে এই প্রথম কোনও মহিলা বিজেপি সভাপতির মতো শীর্ষপদ পেতে চলেছেন। সে ক্ষেত্রে মহিলা সমাজের পাশাপাশি দক্ষিণ ভারতের ভোটারদের বার্তা দিতে পারবে উত্তর ভারতের দল বলে পরিচিত বিজেপি। তিন মহিলা ছাড়াও তেলঙ্গানার বিজেপি নেতা মুরলীধর রাও দৌড়ে রয়েছেন বলে জানিয়েছে দল।
আরএসএস নেতৃত্বের সঙ্গে মতৈক্য না হওয়ায় দীর্ঘ সময় ধরে ঝুলে রয়েছে সভাপতি নির্বাচনের বিষয়টি। এই আবহে আজ থেকে দিল্লিতে শুরু হয়েছে আরএসএসের প্রান্ত প্রচারকদের বৈঠক। সূত্রের মতে, আজ বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠকে বসেন আরএসএসের পদস্থ কর্তারা। আর একটি সূত্রের মতে, প্রধানমন্ত্রী এখন বিদেশ সফরে। তিনি ফিরে আসার পরে আজকের আলোচনার ভিত্তিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে আরএসএস শীর্ষ নেতৃত্বের। তার পরেই চূড়ান্ত নাম স্থির হবে।
দৌড়ের একেবারে শেষ পাকে জল্পনা শুরু হয়েছে তিন নেত্রীকে ঘিরে। বাকি দু’জনের থেকে ধারে এবং ভারে কিছুটা এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দলের সাংগঠনিক স্তরে দীর্ঘদিন কাজ করা ছাড়াও মোদী সরকারে প্রথমে প্রতিরক্ষা, আর বর্তমানে এখনও অর্থ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন নির্মলা। আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। দল মনে করছে মাদুরাইয়ের মেয়ে নির্মলাকে সভাপতি করা হলে তামিলনাড়ু ভোটে তার ইতিবাচক প্রভাব পড়বে। তবে দলের লোকেরাই মনে করেন,নির্মলার ব্যবহারে অনেক সময়েই দম্ভ ও ঔদ্ধত্য ফুটে ওঠে। যা দলীয় সভাপতি পদের সঙ্গে মানানসই নয়। তা ছাড়া, বরাবরই রাজ্যসভা থেকে নির্বাচিত হওয়ায় নির্বাচনী রাজনীতিতে অনভিজ্ঞতা নির্মলার বিপক্ষে যেতে পারে।
দৌড়ে দ্বিতীয় নাম এন টি রামা রাওয়ের মেয়ে ডাগ্গুবতী পুরন্দেশ্বরী। বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি তিনি। ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন। তার আগে মনমোহন সিংহ জমানায় কংগ্রেস সাংসদ হিসেবে দু’বার প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। সকলকে নিয়ে চলতে পারেন বলে সাংগঠনিক ভাবে অন্ধ্রপ্রদেশে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দিয়েছেন। যদিও অতীতে কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকা এবং সঙ্ঘের কাজের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা না থাকায় আরএসএসের একাংশের আপত্তি রয়েছেপুরন্দেশ্বরীর নামে।
তৃতীয় যে নামটি চর্চায় রয়েছে, তিনি বনাথী শ্রীনিবাসন। তামিলনাড়ুর ওই বিজেপি বিধায়ক বর্তমানে বিজেপির মহিলা মোর্চার সভাপতি। তিন দশকের পুরনো ওই কর্মী তামিলনাড়ুতে দলের একাধিক শীর্ষ পদের দায়িত্বে ছিলেন। সম্প্রতি মহারাষ্ট্র, দিল্লি ও হরিয়ানা বিধানসভা ভোটে মহিলা ভোটারদের সমর্থন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। বনাথীর মতো লড়াকু মহিলাকে দলীয় সভাপতি করা হলে তামিল জনতার মন পেতে সুবিধা হবে বলে মনে করছে দলের একাংশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)