Advertisement
০৭ মে ২০২৪

নির্মলার ‘সৌজন্যে’ আপ্লুত শশী তারুর

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভারতীয় রাজনীতিতে সৌজন্য বরাবরই ছিল।

শশীকে দেখতে হাসপাতালে নির্মলা সীতারামন। ছবি: পিটিআই

শশীকে দেখতে হাসপাতালে নির্মলা সীতারামন। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ০২:৩৭
Share: Save:

আহত শশী তারুরকে দেখতে আজ হাসপাতালে গেলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর সৌজন্যে রীতিমতো আপ্লুত তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী। টুইট করে তিনি জানিয়েছেন, রাজনীতিতে সৌজন্যক্রমেই বিরল হয়ে দাঁড়িয়েছে। সেখানে ব্যতিক্রম নির্মলা। হাসপাতালে তাঁর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর ছবিও টুইট করেছেন শশী।

হাসপাতাল সূত্রের খবর, আজ সকালে শশীকে দেখতে যান নির্মলা। কংগ্রেস নেতার স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রতিরক্ষামন্ত্রী। পরে তাঁর এবং নির্মলার ছবি টুইট করে শশী লেখেন, ‘‘নির্মলা সীতারামনের এই সৌজন্য আপ্লুত। কেরলে নির্বাচনী ব্যস্ততার মধ্যেও তিনি আজ সকালে হাসপাতালে এসে দেখা করে গিয়েছেন। ভারতীয় রাজনীতিতে এই সৌজন্য এখন বিরল। নির্মলার এই সৌজন্য দেখে ভাল লাগল।’’ প্রসঙ্গত, রাফাল-সহ বিভিন্ন বিষয়ে কংগ্রেসকে তুলোধোনা করতে ছাড়েন না নির্মলা।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভারতীয় রাজনীতিতে সৌজন্য বরাবরই ছিল। কিন্তু সম্প্রতি তীব্র মেরুকরণের রাজনীতির জেরে ওই সৌজন্যও কার্যত উধাও। বিরুদ্ধ মতাবলম্বীকে ‘শত্রু’ হিসেবেই দেখা হচ্ছে অনেক সময়। মাস কয়েক আগে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সঙ্গে কথা বলেন না। এই পরিস্থিতিতে নির্মলার সৌজন্য নিঃসন্দেহেই উদারহণস্বরূপ বলে মনে করছেন অনেকেই।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

গত কাল তিরুঅনন্তপুরমের একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ। ‘তুলাভরম’ রীতির জন্য শশী দাড়িপাল্লায় চাপতেই একটি লোহার ডান্ডা তাঁর মাথায় ভেঙে পড়ে। গুরুতর আহত শশীর মাথায় ছ’টি সেলাই পড়ে। আপাতত তিনি বিপদ মুক্ত। কিছু দিন বিশ্রামে থাকতে হবে কংগ্রেস সাংসদকে। শশী আজ দাবি করেছেন, কী ভাবে ওই দাড়িপাল্লা ভেঙে পড়ল তার তদন্ত হোক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nirmala Sitharaman Shashi Tharoor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE