রাজনীতিতে সৌজন্য বিনিময় এখন বিরল। কিন্তু এর ব্যতিক্রমও যে আছে, রাজনীতির ঊর্ধ্বে উঠে সেটাই করে দেখালেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। আহত শশী তারুরকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন নির্মলা সীতারমন। এই সাক্ষাতের পর টুইট করে এমনটাই জানালেন কংগ্রেস নেতা শশী তারুর।
হাসপাতালে তাঁর সঙ্গে নির্মলার সেই ছবিও শেয়ার করেছেন শশী। তার পরই তিনি টুইট করেন, “নির্মলা সীতারামনের এই সৌজন্য আমি আপ্লুত। কেরলে নির্বাচনী ব্যস্ততার মধ্যেও তিনি আজ সকালে হাসপাতালে এসে দেখা করে গিয়েছেন। ভারতীয় রাজনীতিতে এই সৌজন্য এখন বিরল। কিন্তু নির্মলার এই বিষয়টি দেখে খুবই ভাল লাগল।”
মঙ্গলবার সকালে তিরুঅনন্তপুরমে হাসপাতালে শশীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নির্মলা। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। শশীর দ্রুত আরোগ্য কামনাও করেন।