‘‘গত ১১ বছরে যা হয়েছে, তা নেহাত ‘নিউজ় রিল’। আসল সিনেমা এখনও তো শুরুই হয়নি।’’ বক্তা কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। আর এই একটা উত্তরেই ফের জল্পনা শুরু হয়েছে, ২০২৯-এর লোকসভা নির্বাচনে দলের মুখ কে হবেন?
২০১৪ থেকে পরপর তিনটি নির্বাচনে নরেন্দ্র মোদীর হাওয়ায় ভর করেই বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এসেছে। কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরে দল এবং আরএসএস-এর অন্দরে প্রশ্ন উঠেছে, ২০২৯-এর লোকসভা নির্বাচনে দলের মুখ কে হবেন। বিজেপির ‘বয়স নীতি’কে উপেক্ষা করে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, তিনি অন্তত এখনই অবসর নিচ্ছেন না। তবে কি পরের লোকসভা নির্বাচনেও মোদীই বিজেপির মুখ? না কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ? এই প্রশ্নে আরএসএসের ঘনিষ্ঠ বলে পরিচিত নিতিন বলেন, ‘‘আসল সিনেমা এখনও শুরুই হয়নি!’’ মোদী বা অমিত শাহের প্রিয়পাত্র না হলেও সঙ্ঘের চাপে নিতিনকে মন্ত্রিসভায় রাখতে হয়েছে। এ দিন তাঁর মন্তব্য ঘিরে তাই জল্পনা তীব্র। যদিও নিতিন জানান, দল যা দায়িত্ব দেবে, তিনি তা পালন করবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)