অহমদাবাদের বিমান দুর্ঘটনার তদন্ত স্বচ্ছ ভাবে হচ্ছে বলে রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু। সোমবার সংসদে বাদল অধিবেশনের প্রথম দিন এই বিষয়ে মুখ খোলেন বিমানমন্ত্রী। তদন্ত শেষ হওয়ার আগে গণমাধ্যম এবং জনগণকে কোনও সিদ্ধান্তে না-আসার আর্জি জানান তিনি। এ-ও জানান যে, তদন্ত শেষ হলে ওই বিমান দুর্ঘটনার কারণ আরও স্পষ্ট ভাবে জানা যাবে।
বাদল অধিবেশনের প্রথম দিনেই পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা এবং ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব চেয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। বিরোধী সাংসদদের হইহট্টগোলের মধ্যেই রাজ্যসভায় ভাষণ দেন বিমানমন্ত্রী। তিনি বলেন, “এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) স্বচ্ছ ভাবে তদন্ত চালাচ্ছে। কেবল ভারতীয় সংবাদমাধ্যম নয়, পশ্চিমি সংবাদমাধ্যমেও আমি অনেকগুলি প্রতিবেদন দেখেছি। তারা নিজেদের মতামত তুলে ধরার চেষ্টা করছে।”
আরও পড়ুন:
এএআইবি-র তরফে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা নিয়ে প্রাথমিক একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হওয়া এখনও বাকি। প্রাথমিক রিপোর্টে ‘পাইলটদের ত্রুটি’ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে রিপোর্টে ককপিটের কথোপকথনের একটি অংশ প্রকাশিত হয়েছে। সেখানে এক জন পাইলট অন্য জনকে জিজ্ঞাসা করছেন, ‘‘কেন তুমি জ্বালানির সুইচটা বন্ধ করে দিলে?’’ অন্য জন তার উত্তরে বলছেন, ‘‘আমি কিছু বন্ধ করিনি।’’ তবে কোন পাইলট কাকে এই প্রশ্ন করছেন, তা স্পষ্ট নয় ওই রিপোর্টে।
এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয়ের ঘটনায় বিদেশি সংবাদমাধ্যমগুলির একাংশে ‘পাইলটের ত্রুটি’র দিকে ইঙ্গিত করা হয়েছে। এই প্রসঙ্গে রবিবারই বিমানমন্ত্রী নায়ডু রবিবার জানিয়েছিলেন, ভারতীয় তদন্তকারী সংস্থা ‘এয়ার অ্যাক্সিডেন্ট্স ইনভেস্টিগেশন ব্রাঞ্চ’ (এএআইবি)-এর উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, “আমি এএআইবিকে বিশ্বাস করি। এএআইবি যে কাজ করছে, তার উপর আমার ভরসা রয়েছে। তথ্য উদ্ধারে তারা দারুণ কাজ করেছে। এটি একটি বড় সাফল্য।” এর পরেই ‘পাইলটের ত্রুটি’র দিকে ইঙ্গিত করার জন্য নাম না করে সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এবং সংবাদ সংস্থা ‘রয়টার্স’-কে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী। নায়ডু বলেন, “এএআইবি সকলের কাছে আবেদন করেছে। বিশেষ করে পশ্চিমি দেশগুলির সংবাদমাধ্যমের কাছে, যারা হয়ত নিজস্ব স্বার্থের কারণে এই ধরনের প্রতিবেদন প্রকাশের চেষ্টা করছে।”