কেন্দ্রের নির্দেশিকা না পেলে টিকা সরবরাহ করা সম্ভব নয়। দিল্লিকে দেওয়া চিঠিতে এমনটাই জানিয়েছে ‘কোভ্যাক্সিন’ প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। সেই চিঠিই প্রকাশ্যে তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে টিকা সরবরাহ নিয়ন্ত্রণ করার অভিযোগ তুললেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।
সাংবাদিক বৈঠকে সিসৌদিয়া জানান, ‘‘কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা চিঠি দিয়ে জানিয়েছে যে, জোগানে ঘাটতির কারণে এবং কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের নির্দেশ মেনে তারা দিল্লি সরকারকে এখন টিকা সরবরাহ করতে পারবে না। এতেই বোঝা যাচ্ছে, টিকার সরবরাহ নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় সরকার।’’ তিনি জানান, কাকে কত টিকা পাঠানো হবে, তা আগে থেকেই প্রস্তুতকারক সংস্থাকে বলে রেখেছে কেন্দ্র। সেই নির্দেশ মেনেই কাজ করছে তারা।