Advertisement
E-Paper

‘১০ বছরে প্রথম কোনও বিদেশি ইন্ধন নেই’! বাজেট পেশের আগের দিন মোদীর কথায় কাদের দিকে ইঙ্গিত?

প্রধানমন্ত্রীর এই ‘বিদেশি ইন্ধন’ মন্তব্য ঘিরে শুরু হয়ে গিয়েছে জল্পনা। রাজনীতিকদের অনেকেই মনে করছেন, এই ধরনের মন্তব্য করে পরোক্ষে বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১১:৩৯
শুক্রবার বাজেট অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা। ছবি: পিটিআই।

শুক্রবার বাজেট অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা। ছবি: পিটিআই।

তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে শুক্রবার। বাজেট পেশের আগের দিন সংসদ ভবনে ঢোকার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘১০ বছরের মধ্যে এই প্রথম বাজেট অধিবেশন হতে চলেছে, যেখানে কোনও বিদেশি ইন্ধন নেই।’’ তাঁর আরও মন্তব্য, বিদেশ থেকে কোনও না কোনও ভাবে ইন্ধন দেওয়ার চেষ্টা করা হয়। আর এখানে বসে কিছু মানুষ সেই ইন্ধনে মদত জোগান। প্রধানমন্ত্রীর এই ‘বিদেশি ইন্ধন’ মন্তব্য ঘিরে শুরু হয়ে গিয়েছে জল্পনা। রাজনীতিকদের অনেকেই মনে করছেন, এই ধরনের মন্তব্য করে পরোক্ষে বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী।

মোদী বলেন, ‘‘১০ বছর ধরে দেখে আসছি। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত যত বাজেট অধিবেশন হয়েছে, তার ঠিক এক বা দু’দিন আগে বিদেশ থেকে নানা রকম ভাবে ইন্ধন জোগানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এই প্রথম বার দেখলাম এ রকম কোনও ঘটনা ঘটল না।’’ তবে পাশাপাশি মোদী এটাও জানিয়েছেন যে, তাঁর দৃঢ় বিশ্বাস, এ বারের বাজেট অধিবেশন ২০৪৭ সালে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যে এক নতুন আত্মবিশ্বাসের জন্ম দেবে। তাই বিরোধীদের সকলকেই এই অধিবেশন সুষ্ঠু ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘বন্ধুগণ, আশা করছি এই বাজেট অধিবেশন এক নতুন আশা, নতুন সঙ্কল্প নিয়ে শুরু করব।’’

এ বারের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩১ জানুয়ারি (শুক্রবার)। দু’দফায় হবে এই অধিবেশন। ১৪ এপ্রিল শেষ হবে।

এ বারের বাজেটে তরুণ প্রজন্ম এবং মহিলাদের উপর বিশেষ নজর দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন মোদী। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমার তৃতীয় বারের মেয়াদে এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট। জোর কণ্ঠে বলতে পারি যে, ২০৪৭ সালে দেশ যখন স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যও পূর্ণ হবে। বিশেষ করে নারীশক্তিই এবং নারীশক্তির উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য। গুরুত্বের বিচারে দ্বিতীয় স্থানে থাকবে সংস্কার, পরিবর্তন।’’

Narendra Modi Budget session
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy