যন্তর মন্তরে বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করল জাতীয় পরিবেশ আদালত বা গ্রিন ট্রাইবুনাল। আদালত জানিয়েছে, এই চত্বরে কর্মসূচি হলে শব্দদূষণ হচ্ছে। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল-এর চেয়ারপার্সন বিচারপতি আর এস রাঠৌর-এর নেতৃত্বাধীন বেঞ্চ।
আরও পড়ুন: জেরা সন্তোষজনক নয়, হানিপ্রীতের নার্কো পরীক্ষা করতে চায় পুলিশ
পুলিশ ও সরকারকে বেঞ্চ নির্দেশ দিয়েছে, যত শীঘ্র সম্ভব যন্তর মন্তরের সামনে ধর্না, প্রতিবাদ, বিক্ষোভ, জমায়েত, বক্তৃতা এবং লাউড স্পিকারের ব্যবহার বন্ধ করতে হবে। যন্তর মন্তর রোডে এই ধরনের কোনও কর্মসূচিরই যেন আর অনুমতি না দেওয়া হয় তা নিশ্চিত করতে বলেছে আদালত। পাশাপাশি, ট্রাইবুনাল এটাও নির্দেশ দিয়েছে, রামলীলা ময়দান থেকে ৩ কিলোমিটার দূরে একটা ‘প্রোটেস্ট জোন’ বানাতে হবে। সেখানেই সমস্ত কর্মসূচি হবে।