Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sushant Singh Rajput

কৃষক আত্মহত্যা নিয়ে হইচই হয় না তো! সুশান্ত কাণ্ডে মন্তব্য পওয়ারের

মুম্বই পুলিশের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন শরদ পওয়ার।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ অগস্ট ২০২০ ২০:২০
Share: Save:

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা নিয়ে যতটা হইচই চলছে, তা তেমন বড় ঘটনা নয়— এমনই মনে করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা শরদ পওয়ার। সুশান্তের মৃত্যুর তদন্তে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে নানা দিক থেকে সমালোচনা শুরু হয়েছে। তা নিয়ে এ দিন মুখ খুললেন পওয়ার। তাঁর মতে, কৃষক আত্মহত্যা করলে তা নিয়ে কথা হয় না, এক জন অভিনেতার মৃত্যুতে যত বাড়াবাড়ি।

এ দিন সংবাদমাধ্যমে শরদ পওয়ার বলেন, ‘‘আত্মহত্যার ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক। কিন্তু তা নিয়ে এত আলোচনা কিসের? আমার মনে হয় না এটা তেমন বড় ঘটনা। এক জন কৃষকের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বললেন, ২০ জনের বেশি কৃষক আত্মহত্যা করেছেন। অথচ তা নিয়ে কেউ কোনও কথাই বলেননি।’’

সুশান্তের মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই মুম্বই পুলিশের পাশে দাঁড়িয়েছে শিবসেনা। এ দিন মুম্বই পুলিশের সমর্থনে গলা চড়ান শরদ পওয়ারও। তিনি বলেন, ‘‘গত ৫০ বছর ধরে মহারাষ্ট্র এবং মুম্বই পুলিশকে দেখছি। ওদের উপর পূর্ণ আস্থা রয়েছে আমার। কে কী অভিযোগ করছে তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে কারও যদি মনে হয়, মুম্বই পুলিশের চেয়ে সিবিআইয়ের হাতে তদন্ত গেলে ভাল হয়, আমি তার বিরোধিতা করব না।’’

আরও পড়ুন: ঘোড়া বেচাকেনার রাজনীতির হার, রাজস্থান নিয়ে মন্তব্য অধীরের​

আরও পড়ুন: রাহুল সভাপতি পদে ফিরতে না চাইলে বিকল্প খোঁজা হোক, প্রস্তাব তারুরের​

গত ১৪ জুন মুম্বইয়ের বাড়িতে আত্মঘাতী হন ৩৪ বছরের সুশান্ত। তাঁর মৃত্যুর তদন্তে বিহার ও মহারাষ্ট্র পুলিশের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে। যেহেতু মুম্বইয়ে আত্মঘাতী হয়েছেন সুশান্ত, তাই তা বিহার পুলিশের এক্তিয়ারের মধ্যে পড়ে না বলে দাবি করছে মহারাষ্ট্র সরকার। সুশান্তের পরিবার ও অনুরাগীরা যদিও মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE