বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়ে নয়ডার তিন যুবকের ঠাঁই হল জেলে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন বিকাশ এবং তাঁর দুই সঙ্গী গৌরব ও সূরয। তিন জনই উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা। বৃহস্পতিবার নয়ডার রাস্তায় স্টান্ট করে সেই ভিডিয়ো নেটমাধ্যমে ছাড়ার পরই পুলিশ ওই তিনকে গ্রেফতার করে।
‘শক্তিমান’ একটি জনপ্রিয় ধারাবাহিক। যে ধারাবাহিকে শক্তিমানের ভূমিকায় অভিনয় করেছিলেন মুকেশ খন্না। শক্তিমান যে ভাবে উড়ে যেত, ঠিক একই কায়দায় সিটের উপর উপুড় হয়ে শুয়ে বাইক চালাতে দেখা যায় বিকাশকে। তাঁর এই কেরামতির ভিডিয়ো তুলছিলেন গৌরব এবং সূরয।