মোদী সরকার শুরু করেছিল ‘বেটি বাঁচাও’ দিয়ে। কিন্তু এখন সেই স্লোগান হয়ে উঠেছে ‘অপরাধী বাঁচাও’। এই ভাষাতেই উত্তরপ্রদেশ সরকার তথা বিজেপিকে কটাক্ষে বিঁধলেন রাহুল গাঁধী। সরাসরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও। একই স্লোগান উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কার মুখেও।
শুক্রবার গভীর রাতে সাঙ্গোপাঙ্গ নিয়ে লখিমপুরের মহম্মদী থানায় ঢুকে এক অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক লোকেন্দ্র বাহাদুরের বিরুদ্ধে। এক মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, বিজেপি বিধায়ক থানায় ঢুকে রীতিমতো হাঙ্গামা করলেও পুলিশ কার্যত কোনও বাধাই দেয়নি। এই ঘটনা ঘিরে লখিমপুর-সহ গোটা উত্তরপ্রদেশ জুড়েই ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
উত্তরপ্রদেশ সরকার তথা বিজেপির বিরুদ্ধে আক্রমণে সেই ঘটনাকেই হাতিয়ার করলেন রাহুল গাঁধী। সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই ঘটনার একটি রিপোর্ট-সহ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুলের টুইট, ‘কী ভাবে শুরু হয়েছিল? বেটি বাঁচাও। আর কেমন চলছে? অপরাধী বাঁচাও।’
How it started: बेटी बचाओ
— Rahul Gandhi (@RahulGandhi) October 18, 2020
How it’s going: अपराधी बचाओ pic.twitter.com/N7IsfU7As5
আরও পড়ুন: আকাশে ভিনগ্রহী! ‘আয়রন ম্যান’ বেলুন নিয়ে হুলস্থুল যোগীর রাজ্যে
আরও পড়ুন: গুজরাতে কিশোরীকে ধর্ষণের পর মাথা কেটে খুন, অভিযুক্ত তারই আত্মীয়
একই রিপোর্ট শেয়ার করে মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে নিশানা করেছেন প্রিয়ঙ্কাও। উত্তরপ্রেদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তাঁর টুইট, ‘কোন মিশনের অধীনে এই কাজকর্ম চলছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কি সেটা বলবেন? বেটি বাঁচাও, নাকি অপরাধী বাঁচাও?’
क्या यूपी के सीएम बताएंगे कि यह किस ‘मिशन’ के तहत हो रहा है? बेटी बचाओ या अपराधी बचाओ? https://t.co/fpMMiE2MSd
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 18, 2020
क्या यूपी के सीएम बताएंगे कि यह किस ‘मिशन’ के तहत हो रहा है? बेटी बचाओ या अपराधी बचाओ? https://t.co/fpMMiE2MSd
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 18, 2020