কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাগডোগরা থেকে গত ২৪ ফেব্রুয়ারি শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করেছিলেন, সিন্ডিকেট বানিয়ে জমির দালালি করে টাকা তোলা হচ্ছে। রবিবার সুকান্তের বিরুদ্ধে নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করলেন অরুণ। হুঁশিয়ারি দিলেন, মানহানির মামলার।
দলীয় কাজে শনিবার বাগডোগরাতে গিয়েছিলেন সুকান্ত। দলের একটি কর্মসূচিতে যোগ দিয়ে বক্তৃতা করতে গিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি। ওই দিনই বলেন, ‘‘এলাকার বিধায়ক আনন্দের কাছে জানলাম মহকুমা পরিষদের সভাধিপতি ঘোষেদের একটি সিন্ডিকেট বানিয়েছে। যাঁরা জমির দালালি করছেন ও দিনের পর দিন টাকা তুলছেন। সেই টাকা কোথায় যাচ্ছে?’’ তিনি আরও বলেন, ‘‘ওই দলের প্রত্যেকে দুর্নীতির সঙ্গে যুক্ত তা আরও একবার প্রমাণিত।’’
আরও পড়ুন:
সুকান্তের বক্তব্যের পাল্টা সাংবাদিক সম্মেলন করেন অরুণ। তিনি বলেন, ‘‘সিন্ডিকেট করে টাকা নিচ্ছি তার একটা প্রমাণ দিতে পারলে আমি ইস্তফা দিয়ে দেব। উনি যখন এত জোর গলায় বলেছে তখন নিশ্চয়ই তাঁর কাছে আমার বিরুদ্ধে প্রমাণ আছে। যদি না থাকে তা হলে প্রস্তুতি নিন আইনি লড়াইয়ের জন্য।’’ তিনি আরও বলেন, ‘‘তাঁকে আমি আইনি নোটিস পাঠাব। তাঁর বিরুদ্ধে আমি বা অন্য কেউ মানহানির মামলা করবে। আমার বিরুদ্ধে কিছু বলার আগে ওঁর উচিত ছিল আমার সম্পর্কে জেনে নেওয়া। উনি তা না জেনেই ভুলভাল মন্তব্য করেছেন।’’
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রবিবার মশাল মিছিলও করে তৃণমূল।