Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অর্থমন্ত্রীদের জিএসটি কমিটির চেয়ারম্যান হলেন অমিত মিত্র

বিভিন্ন রাজ্যে অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত জিএসটি সংক্রান্ত কমিটির প্রধান নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। এমপাওয়ার্ড কমিটি অফ স্টেট ফিনান্স মিনিস্টারস নামে এই কমিটির প্রধান এর আগে ছিলেন কেরলের অর্থমন্ত্রী কে এম মণি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:১৬
Share: Save:

বিভিন্ন রাজ্যে অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত জিএসটি সংক্রান্ত কমিটির প্রধান নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। এমপাওয়ার্ড কমিটি অফ স্টেট ফিনান্স মিনিস্টারস নামে এই কমিটির প্রধান এর আগে ছিলেন কেরলের অর্থমন্ত্রী কে এম মণি। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় কেরল মন্ত্রিসভা থেকে গত নভেম্বরে তাঁকে পদত্যাগ করতে হয়েছে বলে মণি আর এই কমিটির প্রধান থাকতে পারছেন না। অমিত মিত্রকে কমিটির নতুন প্রধান হিসেবে বেছে নেওয়া হল।

গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি সারা দেশে কীভাবে কার্যকর করা হবে, তার রূপরেখা তৈরির জন্যই বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে কমিটি গঠিত হয়েছে। অমিত মিত্র বাংলা থেকে দ্বিতীয় অর্থমন্ত্রী, যিনি এই কমিটির চেয়ারম্যান হচ্ছেন। ইউপিএ জমানায় এই কমিটির চেয়ারম্যান ছিলেন বাংলার তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। তাঁর পরে যথাক্রমে বিহার, জম্মু-কাশ্মীর এবং কেরল থেকে অর্থমন্ত্রীরা এই কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। আবার বাংলার অর্থমন্ত্রী সেই পদে বসলেন।

আরও পড়ুন:

চাষিদের আত্মহত্যা ফ্যাশন, মন্তব্য বিজেপি সাংসদের

শুক্রবার বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে যে বৈঠকে অমিত মিত্রকে কমিটির নতুন প্রধান হিসেবে বেছে নেওয়া হল, সেই বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও উপস্থিত ছিলেন। অমিত মিত্র অসুস্থ থাকায় বৈঠকে যেতে পারেননি। তাঁর নাম নতুন চেয়ারম্যান হিসেবে গৃহীত হওয়ার পর ফোন করে তাঁকে সে খবর জানিয়ে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE