দুই দলের ফের মিলে যাওয়ার ইঙ্গিত মিলেছিল আগেই। সেই পথে আরও এক কদম এগিয়ে অজিত পওয়ার এবং শরদ পওয়ারের দুই এনসিপি আজ একসঙ্গে পুণের পুরভোটের ইস্তাহার প্রকাশ করল। ২০২৩ সালে এনসিপি ভাঙার পরে আজই প্রথম বার এক মঞ্চে দেখা গিয়েছে শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে ও ভাইপো অজিত পওয়ারকে।
মহারাষ্ট্রের ২৯টি পুরসভায় ভোট ঘোষণা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি ভোটগ্রহণ। ১৬ জানুয়ারি গণনা। দুই এনসিপি আগেই জানিয়েছে পিম্পরি-চিঞ্চওয়াড় পুরনিগমে এক হয়ে লড়ার কথা। আজ অজিত পওয়ার বলেছেন, পুণে পুরনিগমের ক্ষমতায় এনসিপি জোট এলে প্রতিশ্রুতি নয়, ফলাফল দেবে। তাঁর বার্তা, আগামী সাড়ে তিন বছর কোনও ভোট নেই। সুতরাং প্রশাসন কাজ করার জন্য পর্যাপ্ত সময় পাবে। ২০১৭ সালের নির্বাচনে পুণে পুরনিগমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। এনসিপি প্রধান বিরোধী দল ছিল। আজ সুপ্রিয়ার দাবি, বিরোধী শিবিরে থাকাকালীনও স্কুল, নাগরিক পরিকাঠামো প্রভৃতি তৈরিতে সাফল্য প্রমাণিত হয়েছে এনসিপির। ইস্তাহারে পুণের যানজট, জলের সমস্যার মতো বিভিন্ন অসুবিধা মেটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বর্তমানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত কাকা শরদের সঙ্গে বিবাদের জেরে দলত্যাগ করে এনডিএ শিবিরে যোগ দিয়েছিলেন। পরে তাঁর দলকেই প্রকৃত এনসিপি বলে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন। অজিত এবং সুপ্রিয়া দু’জনেই দাবি করছেন, কর্মীরাই চান যে দুই দল ফের এক হোক। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দিতে পারে শরদ পওয়ারের এনসিপিও, চর্চা চলছে মহারাষ্ট্রের রাজনীতিতে। অবশ্য সুপ্রিয়া জল্পনা নস্যাৎ করে দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)