Advertisement
E-Paper

চিনের বিমানবন্দরে ‘অপমানিত’ ভারতীয়রা, প্রতিবাদ জানাল দিল্লি

চিনের বিমানবন্দরে ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল। ভারতীয় বিদেশ মন্ত্রক এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করছে চিন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ১৬:০৭
—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল চিনা এয়ারলাইন্সের বিরুদ্ধে। সাংহাই পুডং বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই গভীর যে ভারতীয় বিদেশ মন্ত্রক বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। চিনা বিদেশ মন্ত্রকে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এমন ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করছে চিন।

নর্থ আমেরিকান পঞ্জাবি অ্যাসোসিয়েশনের এগজিকিউটিভ ডিরেক্টর সতনাম সিংহ চহল ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের কাছে লিখিত অভিযোগ দায়ের করায় বিষয়টি সামনে আসে। তিনি ৬ অগস্ট নয়াদিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিলেন। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের উড়ান ধরেছিলেন। নয়াদিল্লি থেকে সাংহাই পুডং বিমানবন্দর, সেখান থেকে বিমান বদলে সান ফ্রান্সিসকো— এই ছিল রুট। সাংহাই পুডং পৌঁছে যখন বিমান থেকে নামছিলেন যাত্রীরা, তখন হুইলচেয়ার গেটে কর্তব্যরত গ্রাউন্ড স্টাফ ভারতীয় যাত্রীদের অপমান করছিলেন বলে চহলের অভিযোগ। তিনি এই ঘটনার প্রতিবাদ করেন এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। তাতে চিনা উড়ান সংস্থাটির এক কর্তা তাঁর উপরেই চড়াও হন বলে চহলের দাবি। অপমানিত সতনাম সিংহ চহল বিষয়টি জানান সুষমা স্বরাজকে।

আরও পড়ুন: ট্রাম্পকে সংযত থাকার আর্জি জানালেন শি

চিনের বিমানবন্দরে ভারতীয় যাত্রীদের সঙ্গে এই দুর্ব্যবহারের খবর পেয়েই সক্রিয় হয় বিদেশ মন্ত্রক। চিনা বিদেশ মন্ত্রকের সাংহাই দফতরে অভিযোগ জানানো হয় ভারতের তরফে।

আরও পড়ুন: দিল্লি বোঝাতে পারে পিয়ংইয়ংকে, বললেন মার্কিন সেনাকর্তা

চায়না ইস্টার্ন এয়ারলাইন্স অবশ্য অভিযোগ অস্বীকার করছে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য-প্রমাণ খতিয়ে দেখে বোঝা গিয়েছে, ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্বব্যহারের অভিযোগ ভিত্তিহীন, সংস্থাটি এমনই জানিয়েছে। চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়াতেও এমনই দাবি করা হয়েছে।

ডোকলাম থেকে ভারতীয় সেনাকে পিছু হঠাতে না পারার হতাশা থেকেই চিনারা ভারতীয়দের সঙ্গে এমন আচরণ করছেন বলে ওয়াকিবহাল মহল মনে করছে। সতনাম সিংহ চহলের কথায়, ‘‘আমি ওঁদের আচরণ দেখেই বুঝেছি যে সীমান্তে ভারত এবং চিনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণেই ওঁরা হতাশ।’’

India-China Doklam Standoff Odd Treatment Indian Passengers Chinese Airport Sanghai Pudong
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy