Advertisement
E-Paper

বিধানসভায় পর্ন ছবি দেখে সাসপেন্ড ওড়িশার কং-বিধায়ক

কর্নাটকের পর এ বার ওড়িশা। বিধানসভায় বসে পর্ন ভিডিও দেখার অভিযোগে সাসপেন্ড হলেন কংগ্রেস বিধায়ক নবকিশোর দাস। অভিযোগ, সোমবার সভার প্রশ্নোত্তর পর্ব চলাকালীন নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখছিলেন তিনি। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ায় যথেষ্ট অস্বস্তিতে দলীয় কংগ্রেস নের্তৃত্ব। মঙ্গলবার ওই বিধায়ককে সাসপেন্ড করেছে স্পিকার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৫ ১৭:১৯

কর্নাটকের পর এ বার ওড়িশা। বিধানসভায় বসে পর্ন ভিডিও দেখার অভিযোগে সাসপেন্ড হলেন কংগ্রেস বিধায়ক নবকিশোর দাস। অভিযোগ, সোমবার সভার প্রশ্নোত্তর পর্ব চলাকালীন নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখছিলেন তিনি। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ায় যথেষ্ট অস্বস্তিতে দলীয় কংগ্রেস নের্তৃত্ব। মঙ্গলবার ওই বিধায়ককে সাসপেন্ড করেছে স্পিকার।

স্থানীয় টেলিভিশনে ঘটনার ছবি সামনে আসার পরই জলঘোলা শুরু হয়েছে। নবকিশোর জানিয়েছেন, সভায় বসে ইন্টারনেট ব্যবহার করলেও কোনও রকম অশ্লীল ভিডিও দেখেননি তিনি। তাঁর আরও দাবি, “এ ধরনের ভিডিও ক্লিপ আমি কখনও দেখিনি। মোবাইলে একটা ওয়েবপেজ খোলার চেষ্টা করছিলাম। হঠাৎ ইউটিউবে একটি ভিডিও ক্লিপ খুলে যায়।”

নিজেকে নির্দোষ বলে দাবি করে নবকিশোর বলেন, “আমি কোনও ভুল কাজ করিনি। ভাবমূর্তি ধুলোয় মেটাতেই আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।”

এই ঘটনায় পর গত কালই সরব হয় ক্ষমতাসীন বিজু জনতা দল। নবকিশোরের তদন্ত দাবি করা ছাড়াও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন বিজেডি বিধায়কেরা। এর পর এ দিনই ওই বিধায়ককে সাসপেন্ড করা হয়।

এর আগে বিধানসভায় বসে পর্ন ছবি দেখার দায়ে সাসপেন্ড হয়েছিলেন কর্নাটক সরকারের দুই মন্ত্রী।

Odisha MLA Nabakishore Das wathcing porn Assembly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy