Advertisement
E-Paper

ইস্তফা দিলেন ইবোবি, মণিপুরের মুখ্যমন্ত্রী হচ্ছেন এন বীরেন সিংহ

মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিজেপির পরিষদীয় দলনেতা এন বীরেন সিংহ। বিদায়ী মুখ্যমন্ত্রী কংগ্রেসের ওক্রাম ইবোবি সিংহ সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইবোবি ইস্তফা দিলেই বিজেপি সরকার গড়তে আমন্ত্রণ জানানো হবে বলে রাজ্যপাল নাজমা হেপতুল্লা আগেই জানিয়েছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৭ ২৩:০২
এন বীরেন সিংহ।ছবি: পিটিআই।

এন বীরেন সিংহ।ছবি: পিটিআই।

মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিজেপির পরিষদীয় দলনেতা এন বীরেন সিংহ। বিদায়ী মুখ্যমন্ত্রী কংগ্রেসের ওক্রাম ইবোবি সিংহ সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইবোবি ইস্তফা দিলেই বিজেপি সরকার গড়তে আমন্ত্রণ জানানো হবে বলে রাজ্যপাল নাজমা হেপতুল্লা আগেই জানিয়েছিলেন। ফলে মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে এন বীরেন সিংহের শপথ গ্রহণে এখন আর কোনও বাধা রইল না।

মণিপুর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বিজেপি মণিপুরে ২১টি আসনে জয়ী হয়েছে। কিন্তু এনপিপি, এনপিএফ ও এলজেপির ৯ জন এবং আরও ২ জন বিধায়কের কাছ থেকে সমর্থন আদায় করে বিজেপি মোট ৩২ জন বিধায়কের তালিকা রাজ্যপালের কাছে জমা দিয়েছিল। তার ভিত্তিতেই রাজ্যপাল সিদ্ধান্ত নেন বিজেপিকেই সরকার গড়ার আমন্ত্রণ জানানো হবে। কিন্তু বিদায়ী মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ পদত্যাগ করতে অস্বীকার করেন। তিনি জানান, কংগ্রেস যে হেতু ২৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয়েছে, সে হেতু কংগ্রেসকেই আগে সরকার গড়ার আমন্ত্রণ জানাতে হবে। রাজ্যপাল সে দাবি মানেননি। বিজেপি আগেই সরকার গড়ার দাবি পেশ করেছে এবং ৩২ জন বিধায়কের তালিকাও জমা দিয়েছে। তাই বিজেপিকেই আগে সরকার গড়তে ডাকা হবে বলে রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ওক্রাম ইবোবি সিংহ পদত্যাগ না করা পর্যন্ত তা সম্ভব হচ্ছিল না।

আরও পড়ুন : মণিপুরে বিজেপির পাশে তৃণমূল বিধায়ক, খবর ভুল, দাবি মুকুল রায়ের

সোমবার সন্ধ্যায় অবশ্য টানাপড়েনে ইতি পড়েছে। বিজেপি এ দিন নংথমবাম বীরেন সিংহকে নিজেদের পরিষদীয় দলনেতা নির্বাচিত করেছেন। বেশ কিছুটা টালবাহানার পর ওক্রাম ইবোবি সিংহও পদত্যাগ করেছেন। বিজেপির তরফে পীযূষ গয়াল জানিয়েছেন, বীরেন সিংহ শীঘ্রই রাজ্যপালের কাছে গিয়ে সরকার গড়ার দাবি পেশ করবেন।

Manipur Okram Ibobi Singh N Biren Singh Chief Minister
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy