বেলজিয়ামের এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক ওলা-চালক। শনিবার রাতে গুড়গাঁও থেকে দিল্লি আসার পথে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওলা-চালক রাজ সিংহ ইচ্ছে করে ঘুরপথে গাড়িটি নিয়ে আসেন। শ্লীলতাহানির পর তাঁর ফোন কেড়ে নিয়ে ওলা সম্পর্কিত সব তথ্যও মুছে দেন বলে জানিয়েছেন ওই তরুণী। ওলা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।