পথকুকুরকে মদ খাওয়ানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক যুবকের বিরুদ্ধে। ওই ঘটনায় ইতিমধ্যে পদক্ষেপ করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে জীতেন্দ্র ওরফে বল্লম নামের ওই অভিযুক্তকে। ধৃতের বিরুদ্ধে পশুর উপরে অত্যাচারের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাঘপত এলাকায়। রাতের অন্ধকারে রাস্তার ধারে এক পথকুকুরকে জোর করে চেপে ধরেন এক যুবক। কুকুরটি পালানোর চেষ্টা করলে যুবক তার গলা জড়িয়ে চেপে ধরেন। যুবকের হাতে ছিল একটি মদের বোতল। সেই বোতল খুলে জোর করে তিনি মদ ঢেলে দেন কুকুরটির মুখে। তখনও কুকুরটি পালানোর চেষ্টা করছিল। কিন্তু জোর করেই তিনি কুকুরটির মুখে মদ ঢেলে দেন। ওই ঘটনা ক্যামেরাবন্দিও করা হয়। অভিযুক্তের পরিচিতই কেউ ওই দৃশ্য ক্যামেরাবন্দি করেন।
আরও পড়ুন:
পরে ওই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। যুবকের বিরুদ্ধে পদক্ষেপের দাবি উঠতে থাকে। বাঘপত পুলিশের সোশ্যাল মিডিয়া সেল এবং স্থানীয় থানার পুলিশেরও নজরে আসে বিষয়টি। কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে পুলিশ। শুরু হয় অনুসন্ধান। ওই ঘটনায় সন্দেহভাজন যুবককে চিহ্নিতও করে পুলিশ। শেষে রবিবার রামলালা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ধৃতের বিরুদ্ধে পশুদের উপরে অত্যাচারের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।