সুপ্রিম কোর্টের শীর্ষ স্তরে নতুন দ্বন্দ্ব। গুজরাতের এক বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগ করা নিয়ে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির কলেজিয়ামে ফাটল ধরল। কলেজিয়ামের একমাত্র মহিলা বিচারপতি বি ভি নাগরত্ন বাকিদের থেকে ভিন্ন মত জানিয়ে তা নথিবদ্ধ করলেন। ২০২৭ সালে তাঁর প্রধান বিচারপতি হওয়ার কথা।
সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত কাল বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি অলোক আরাধে এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল। এর মধ্যে বিচারপতি পাঞ্চোলি আদতে গুজরাত হাই কোর্টের বিচারপতি। তাঁর নিয়োগ নিয়ে কলেজিয়ামে বিচারপতি নাগরত্ন আপত্তি জানিয়েছেন বলে সূত্রের খবর। আপত্তির কারণ, গোটা দেশের হাই কোর্টের বিচারপতিদের মধ্যে বিচারপতি পাঞ্চোলির থেকে ৫৬ জন প্রবীণতর বিচারপতি রয়েছেন। তাঁদের মধ্যে মেধার ভিত্তিতে অনেকের নাম বিচারপতি পাঞ্চোলির আগে বিবেচনা করা উচিত। এমন অনেক হাই কোর্ট রয়েছে, যেখানকার কোনও বিচারপতি সুপ্রিম কোর্টে নেই। কলেজিয়াম বরাবরই প্রবীণ, মেধা ও হাই কোর্টের প্রতিনিধিত্বের মাপকাঠিতে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের সুপারিশ করে এসেছে।
প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ প্রশ্ন তুলেছেন, ২০২১ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে বিচারপতি হিমা কোহলি, বিচারপতি বেলা ত্রিবেদী ও বিচারপতি বি ভি নাগরত্নকে নিয়োগ করা হয়েছিল। তার পর থেকে আর কোনও মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টে জায়গা পাননি কেন?
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)