Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিদ্যুৎ ছোবলে মৃত্যু

বিদ্যুতের তার বদলানোর কাজ করতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। একে ঘিরে আজ উত্তাল হয়ে ওঠে শিলচর শহরের মধুরবন্দ এলাকা। স্থানীয় জনতা বিদ্যুৎ বিভাগের ওপর দোষারোপ করেন। তাঁদের অভিযোগ, লাইনে ঝুলে থাকার পরও বিভাগীয় কর্তাদের ডেকে আনা যায়নি। সকাল পৌনে ১১টায় এই ঠিকা কর্মীর মৃত্যু ঘটলেও মৃতদেহ নামাতে বিকেল ৪টা বেজে যায়।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০২:৪৯
Share: Save:

বিদ্যুতের তার বদলানোর কাজ করতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। একে ঘিরে আজ উত্তাল হয়ে ওঠে শিলচর শহরের মধুরবন্দ এলাকা। স্থানীয় জনতা বিদ্যুৎ বিভাগের ওপর দোষারোপ করেন। তাঁদের অভিযোগ, লাইনে ঝুলে থাকার পরও বিভাগীয় কর্তাদের ডেকে আনা যায়নি। সকাল পৌনে ১১টায় এই ঠিকা কর্মীর মৃত্যু ঘটলেও মৃতদেহ নামাতে বিকেল ৪টা বেজে যায়।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুনামউদ্দিন শেখ। বাড়ি কাছাড়েরই শ্রীকাণায়। এসডিই নীতীশ নাথ জানান, ঠিকাদারের শ্রমিকদের আজ সেখানে কাজ করার কথা ছিল না। ক্ষুব্ধ এলাকাবাসী এই মৃত্যুর জন্য দায়ীদের উপযুক্ত শাস্তির দাবি করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

electric shock One youth silchar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE