Advertisement
১৭ জুন ২০২৪

মোদীই পারেন, দাবি অমিতের

একমাত্র নরেন্দ্র মোদীই পারেন পাকিস্তানকে যুতসই জবাব দিতে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
জম্মু শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২৫
Share: Save:

একমাত্র নরেন্দ্র মোদীই পারেন পাকিস্তানকে যুতসই জবাব দিতে। জম্মু-কাশ্মীরে আজ দলীয় কর্মীদের এক সভায় এই দাবিই করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। কাশ্মীর সমস্যার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুরকে দায়ী করে কংগ্রেসকে নিশানাও করেন তিনি। অমিত বলেন, ‘‘শুধু মোদীই পারেন দেশকে নিরাপত্তা দিতে। পাকিস্তানকে শিক্ষা দেওয়ার দক্ষতা এবং শক্তি মোদীরই রয়েছে।’’

পুলওয়ামায় জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুর পর কংগ্রেস-সহ বিরোধীরা জানিয়েছিল, এ নিয়ে রাজনীতি নয়। কিন্তু বিজেপি ওই হামলাকে হাতিয়ার করে ফায়দা তোলার চেষ্টা বজায় রেখেছে। রাহুল গাঁধীকে নিশানা করতে আজ অমিত বলেন, ‘‘কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রাহুল গাঁধী প্রশ্ন তুলছেন। অথচ আজ কাশ্মীর সমস্যার জন্য আপনার প্রমাতামহ (জওহরলাল নেহরু) দায়ী। সর্দার পটেলকে কোণঠাসা করে নেহরু ওই সমস্যা নিজের হাতে তুলে নেন। অথচ পটেল হায়দরাবাদের মতো সমস্যার সমাধান করেছিলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE