অন্তত দুই থেকে তিনটি সন্তানের জন্মদানের পক্ষে সওয়াল করে মোহন ভাগবত বিরোধীদের নিশানার মুখে পড়লেন। বিরোধীদের প্রশ্ন, মোদী সরকারের আমলে যে ভাবে বাজারের খরচ বেড়েছে, তাতে এত সন্তান পালনের খরচ কে জোগাবে?
কংগ্রেসের লোকসভার উপদলনেতা গৌরব গগৈয়ের দাবি, “ভাগবত মহিলাদের কর্মক্ষেত্রে যোগ দিতে, আর্থিক ভাবে স্বাধীন হতে নিরুৎসাহিত করার ভিত তৈরি করছেন।” কংগ্রেসের রাজ্যসভা সাংসদ রেণুকা চৌধুরী, শরদ পওয়ারের এনসিপি-র জিতেন্দ্র আওয়াদের প্রশ্ন, চাকরির অভাব, খরচ বেড়েছে, সন্তান পালনের খরচ আসবে কোথা থেকে? এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসির প্রশ্ন, “বিজেপি কি ‘লাডলা অউলাদ’ প্রকল্প চালু করবে? এত দিন শুনে এলাম, মুসলিমরা বেশি বেশি সন্তান উৎপাদন করছে বলে জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়োজন। এখন বলা হচ্ছে, বেশি সন্তান উৎপাদন করতে হবে।” কংগ্রেস নেতা তারিক আনোয়ারের মন্তব্য, আগে বিজেপি-আরএসএসে এই নীতি প্রযোজ্য হোক।
বিজেপি নেতাদের দাবি, ভাগবত যা বলেছেন, রাষ্ট্রের স্বার্থের কথা ভেবেই বলেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)