গ্রামের মেলায় গিয়ে প্রসাদ হিসাবে ক্ষীর খেয়েছিলেন বহু মানুষ। অভিযোগ, সেই ক্ষীর খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ২৫০ জন। তাঁদের মধ্যে ৫০ জন হাসপাতালে ভর্তি। মহারাষ্ট্রের কোলাপুর জেলার ঘটনা।
কুরুন্দওয়াড় থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, স্থানীয় একটি গ্রামে মেলা চলছে। মঙ্গলবার সেখানে প্রসাদ হিসাবে ক্ষীর বিলি করা হয়। ওই আধিকারিকের কথায়, ‘‘ক্ষীর খাওয়ার পরেই অনেকের বমি শুরু হয়। বুধবার সকালে অনেকের ডায়রিয়া, জ্বর ধরা পড়েছে। মনে করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণেই এ রকম হয়েছে। যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের মধ্যে বেশির ভাগই ক্ষীর খেয়েছেন বলে দাবি করেছেন। অনেকে মেলায় অন্য কিছুও খেয়েছেন। সেখানে অনেক খাবারের দোকানও ছিল।’’
আরও পড়ুন:
শিরোলের হাসপাতালে ৫০ জন ভর্তি রয়েছেন। সকলের অবস্থাই স্থিতিশীল। বাকি কয়েক জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, খাবারের নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে, তা খেয়েই লোকজন অসুস্থ হয়ে পড়েছেন কি না।