Advertisement
০৫ মে ২০২৪

বিজয়কে তুলোধোনা বর্ণবিদ্বেষ মন্তব্যে

বর্ণবিদ্বেষ বিতর্কে দলকে আরও প্যাঁচে ফেলেছেন বিজেপি নেতা তরুণ বিজয়। পরে তিনি ক্ষমা চাইলেও বিতর্ক এখনও থামছে না। আজ বিজয়কে কটাক্ষ করে বিতর্কে আরও ইন্ধন জুগিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম।

পি চিদম্বরম

পি চিদম্বরম

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০৪:০০
Share: Save:

বর্ণবিদ্বেষ বিতর্কে দলকে আরও প্যাঁচে ফেলেছেন বিজেপি নেতা তরুণ বিজয়। পরে তিনি ক্ষমা চাইলেও বিতর্ক এখনও থামছে না। আজ বিজয়কে কটাক্ষ করে বিতর্কে আরও ইন্ধন জুগিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম।

গ্রেটার নয়ডায় আফ্রিকানদের উপরে হামলার ঘটনায় বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে। আফ্রিকার দেশগুলির সঙ্গে কূটনৈতিক টানাপড়েনও হয়েছে ভারতের। গত কাল এ নিয়ে মুখ খোলেন তরুণ বিজয়। বলেন, ‘‘আমরা বর্ণবিদ্বেষী হলে গোটা দক্ষিণ ভারতের মানুষের সঙ্গে থাকছি কী ভাবে? মহারাষ্ট্র ও গুজরাতের বাসিন্দাদের একাংশের পূর্বপুরুষ আফ্রিকা থেকে এসেছিলেন। ভারতবাসী কৃষ্ণের মতো কৃষ্ণাঙ্গ দেবতারও পুজো করেন।’’

আরও পড়ুন: যোগী-রাজ্যে ইংরেজি পাঠ নার্সারি থেকে

বিজয়ের এই মন্তব্যের পরে এক দফা বিতর্কের ঝড় ওঠে। শেষ পর্যন্ত ক্ষমা চান বিজয়। জানান, ভারতে যে বহু বর্ণ ও সংস্কৃতির মানুষ রয়েছে সে কথাই তিনি বোঝাতে চেয়েছিলেন।

কিন্তু আক্রমণের সুযোগ ছাড়তে রাজি নয় কংগ্রেস। আদতে তামিলনাড়ুর বাসিন্দা চিদম্বরমের মন্তব্য,, ‘‘তরুণ বিজয় বলছেন আমরা দক্ষিণ ভারতীয়দের সঙ্গে থাকছি কী ভাবে? এই আমরাটা কারা? তরুণ বিজয়রা কি মনে করেন বিজেপি-আরএসএসের সদস্যরাই একমাত্র ভারতীয়?’’

ডিএমকে সাংসদ টি কে এস এলানগোভানের মতে, বিজয়ের মন্তব্য থেকেই বোঝা যায় উত্তর-দক্ষিণে এখনও কত দূরত্ব। দক্ষিণ ভারতের বাসিন্দারা সকলেই যে কৃষ্ণাঙ্গ নন সে কথাই বিজয়ের জানা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

P. Chidambaram Tarun Vijay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE