পরনে শুধু অন্তর্বাস। তা পরেই হোটেলের পাঁচতলার জানলা দিয়ে পালিয়ে সাইনবোর্ড ধরে ঝুলছেন এক তরুণ। হোটেলের কর্মীরা তাঁকে উপরে তোলার জন্য চেষ্টা করছেন। কিন্তু তরুণ যেন সাইনবোর্ড আঁকড়ে ধরেই নিশ্চিন্ত থাকতে চাইছেন। কোনও মতেই হোটেলের ভিতর যেতে রাজি নন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘বাওলিআওজেমিং৬৪’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ অন্তর্বাস পরে হোটেলের বাইরে সাইনবোর্ড ধরে ঝুলে রয়েছেন। হোটেলের ভিতরে যেতে রাজি নন তিনি। ঘটনাটি সম্প্রতি চিনের হাংজ়োউ প্রদেশের একটি হোটেলে ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই তরুণ বিবাহিত। কিন্তু হোটেলে তিনি অন্য মহিলার সঙ্গে সময় কাটাচ্ছিলেন। অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময় হোটেলের সেই ঘরে ঢুকে পড়েন তরুণের স্ত্রী। স্বামীর পরকীয়া হাতেনাতে ধরতেই তাঁর পিছু নিয়েছিলেন তরুণী।
স্ত্রীকে দেখে ভয়ে অন্তর্বাস পরেই হোটেলের পাঁচতলার জানলা দিয়ে বাইরে বেরিয়ে যান তরুণ। হোটেলের নাম লেখা সাইনবোর্ড ধরে বিপজ্জনক ভাবে ঝুলতে থাকেন তিনি। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এক বিপদ থেকে বাঁচতে অন্য বিপদে পড়লেন তরুণ। বেচারা প্রাণ বাঁচাবেন না সংসার, তা বুঝতে পারছেন না।’’