পহেলগাম হামলার একশো দিন পূর্ণ হচ্ছে ১ অগস্ট। আর তার ঠিক আগেই, চলতি সপ্তাহের গোড়াতেই শ্রীনগরের কাছে দাচিগ্রামের জঙ্গলে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালায় নিরাপত্তাবাহিনী। ‘অপারেশন মহাদেব’ নামে ওই অভিযানে মারা যায় পহেলগাম হামলায় যুক্ত তিন জঙ্গি। নিহত জঙ্গিদের কাছ থেকে জাল আধার কার্ড এবং পাকিস্তানের পঞ্জাব সরকার অনুমোদিত ভোটার কার্ড উদ্ধার করেছিল নিরাপত্তারক্ষীরা।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ওই তিন জঙ্গির কাছ থেকে পাওয়া আধার কার্ডগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে, সেগুলি ২০২২ সালে জাল করা হয়েছিল। ফলে জঙ্গিরা ঠিক কবে ভারতে অনুপ্রবেশ করেছিল, সেই সময় নিয়ে নিশ্চিত নন তদন্তকারীরা। এর পাশাপাশি, জঙ্গিদের কাছ থেকে পাওয়া ভোটার কার্ডগুলি থেকে তদন্তকারীরা এক প্রকার নিশ্চিত, তারা পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা।
সূত্রের মতে, ‘অপারেশন মহাদেব’-এ নিহত সুলেমান শাহ ওরফে হাশিম মুসা (৩২), জিবরান (২৭) এবং হামজ়া আফগানি (২৯) লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য। গোয়েন্দারা জানাচ্ছেন, জঙ্গিদের কাছে দুই দেশের পরিচয়পত্র থাকায়, অনুপ্রবেশ এবং তথ্য সরবরাহের জন্য আন্তঃসীমান্তে একটি শক্তিশালী ‘নেটওয়ার্ক’ তৈরি হয়েছিল।
এনআইএ-র তরফে জঙ্গিদের পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা স্থানীয় সহায়তাকারীদের খোঁজ করার পাশাপাশি, সম্ভাব্য কোন পথে জঙ্গিরা এ দেশে ঢুকেছিল, তার তদন্ত শুরু করেছেন। এক শীর্ষ নিরাপত্তা আধিকারিক আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, জঙ্গিদের কাছ থেকে পাওয়া জাল আধার কার্ড থেকে এটা প্রমাণ হয়, তারা এ দেশের সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে নানা রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে তৎপর ছিল। তিনি আরও বলেন, “এটি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক প্রকার হুমকি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)