কাজিরাঙায় ফিরল রাঙা মানিকজোড় বা রঙিলা বকের দল! গোলাপি আভাযুক্ত ত্রিস্তরীয় পালক, কালো-সাদা নকশাযুক্ত ডানা এবং লম্বা হলুদ-কমলা রঙের ঠোঁটের জন্য পরিচিত, বড় আকারের জলচর পাখি হল এই পেইন্টেড স্টর্ক বা রঙিলা বক। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএন এদের প্রায় বিপন্ন তালিকায় রেখেছে। বাসস্থানের ক্ষয়, জলাভূমির অবক্ষয় এবং প্রজনন উপনিবেশে বিঘ্ন ঘটায় সংখ্যা কমছে রঙিলাদের। কাজিরাঙায় প্রথম বার ২০০৪ সালে এদের দেখা মেলে। ২০০৫ ও পরে ২০২২ সালে পরিযায়ী জলচর পাখির গণনার সময় এদের দেখা গেলেও গত ২ বছরে তারা এখানে আসেনি।
তবে, ৩ অক্টোবর কাজিরাঙায় ফের এক জোড়া রঙিলা বা রাঙা মানিকজোড়ের দেখা মিলেছে বলে জানালেন উদ্যান অধিকর্তা সোনালী ঘোষ। তিনি জানান, অক্টোবর মাস থেকেই কাজিরাঙায় শীতকালীন পরিযায়ী পাখিদের আগমন শুরু হয়। এ বার শীতের আগেই এই পাখির আগমন কাজিরাঙার জীববৈচিত্রে নতুন মাত্রা যোগ করেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)