Advertisement
০৪ মে ২০২৪

খুন হওয়ার আতঙ্কে দিন কাটছে উসমানের বাবার

মগজ ধোলাই হয়ে গিয়েছে ছেলের। আত্মঘাতী জঙ্গি উসমানের মৃত্যুর ভয় নেই। কিন্তু ছেলেকে গ্রেফতারের পর থেকেই প্রাণ ভয়ে দিন কাটছে ধৃত জঙ্গি উসমানের বাবা মহম্মদ ইয়াকুবের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ১০:২৬
Share: Save:

মগজ ধোলাই হয়ে গিয়েছে ছেলের। আত্মঘাতী জঙ্গি উসমানের মৃত্যুর ভয় নেই। কিন্তু ছেলেকে গ্রেফতারের পর থেকেই প্রাণ ভয়ে দিন কাটছে ধৃত জঙ্গি উসমানের বাবা মহম্মদ ইয়াকুবের। প্রতি মুহূর্তে খুন হয়ে যাওয়ার ভয়ই এখন তাঁকে এবং পরিবারের সদস্যদের তাড়া করে বেড়াচ্ছে।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে ফোনে এ কথাই জানিয়েছেন তিনি। উসমানকে জেরা করে সেনা অফিসারেরা জানতে পারে, তার বাড়ি পাকিস্তানের ফয়সলাবাদে। বাড়ির ফোন নম্বরও মেলে তার থেকে। সেই নম্বরে যোগাযোগ করে এক ভারতীয় সংবাদমাধ্যম।

ভারত থেকে ফোন পেয়ে ভেঙে পড়েন উসমানের বাবা। জানান, ‘‘উসমান আমারই ছেলে। আমি এক জন হতভাগ্য বাবা।’’ তবে বেশি কথা বলতে চাইছিলেন না তিনি। বারবারই যেন মনে হচ্ছিল উসমানের জন্য শুধু কষ্ট নয়, চাপা উত্তেজনা ছিল তাঁর কণ্ঠে। সেটা আর কিছুই নয়, মৃত্যু ভয়। ভারতীয় সেনার হাতে উসমান ধরা পড়ার পর থেকেই যা তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। ফোনে তিনি বারবার একটা কথাই বলছিলেন, ‘‘আমাকে খুন করে দেবে। লস্কর এবং সেনা আমাদের উপরে নজর রেখেছে।’’

উসমানকে দিল্লি বরাবরই পাকিস্তানের বাসিন্দা বলেই দাবি করে আসছে। কিন্তু তা বারবারই অস্বীকার করেছে ইসলামাবাদ। জেরায় উসমান নিজের ঠিকানা পাকিস্তানের ফয়সলাবাদ জানায়। কিন্তু ওই নামে তাদের কাছে কোনও তথ্য নেই বলেই জানায় পাকিস্তান। তবে উসমানের দেওয়া ঠিকানা এবং বাবা মহম্মদ ইয়াকুবের কাছ থেকে পাওয়া তথ্য মিলে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE