পাকিস্তানের মদতপ্রাপ্ত এবং রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ তালিকায় থাকা দুই জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের সন্ত্রাসীরা নেপালের ‘দরজা’ দিয়ে ভারতে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। অপারেশন সিঁদুরের বদলা হিসেবেই বিষয়টিকে দেখা হচ্ছে।
বুধবার কাঠমান্ডুতে ‘নেপাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড এনগেজমেন্ট’ (এনআইআইসিই) আয়োজিত দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ সংক্রান্ত এক শীর্ষ পর্যায়ের সম্মেলনে নেপালের প্রেসিডেন্টের উপদেষ্টা তথা সে দেশের প্রাক্তন বাণিজ্যমন্ত্রী সুনীল বাহাদুর থাপা এই তথ্য জানিয়েছেন। তাঁর কথায়, জঙ্গিবাদের প্রশ্নে নেপালও বিপদের মুখে। নেপালের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মিনেন্দ্র রিজালেরও বক্তব্য, ভারতের উপর সন্ত্রাসবাদী হামলার পরোক্ষ প্রভাব নেপালের উপরেও পড়ছে। তাঁর বক্তব্য, সন্ত্রাসবাদের প্রসার ঘটিয়ে পাকিস্তান শুধুমাত্র সার্ক-কে অকেজো করেনি, আঞ্চলিক অর্থনৈতিক সমন্বয়কেও নষ্ট করেছে। ৯/১১-র হামলার পর যে ভাবে জঙ্গিদের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্য তৈরি হয়েছিল, আজ সেই ধরনের একতার প্রয়োজন রয়েছে বলে আহ্বান জানান তিনি।
গোয়েন্দা সূত্রের খবর, অপারেশন সিঁদুর-এ যে সব জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তান সেগুলিই ফের তৈরি করছে। সে দেশের সেনা, গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সরকারের মদতে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের দুর্গম বনাঞ্চলে গড়ে উঠছে ছোট ছোট ‘হাই-টেক’ জঙ্গি প্রশিক্ষণ শিবির। এই খবর সামনে আসার পর প্রশ্ন উঠেছে যারা পাকিস্তানকে আর্থিক সাহায্য দিচ্ছে, সেই সব দেশের ভূমিকা নিয়ে। এরই মধ্যে নেপাল সূত্রে পাওয়া এই তথ্য রক্তচাপ বাড়াচ্ছে সাউথ ব্লকের। প্রসঙ্গত, ১৯৯৯ সালের ডিসেম্বরে ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাঠমান্ডু থেকে দিল্লিগামী আইসি ৮১৪ বিমানই অপহরণ করেছিল হরকত-উল মুজাহিদিন জঙ্গিরা।
আলোচনাচক্রে নেপালের কর্তারা ‘অপারেশন সিঁদুর’কে সমর্থন করেছেন। প্রসঙ্গত, পহেলগাম নাশকতায় নিহত হয়েছিলেন নেপালের এক নাগরিকও। সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী ছন্দা চৌধুরী আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ রোধে হাওয়ালা অর্থ চক্র বন্ধ করার প্রস্তাব দেন। সে দেশের প্রাক্তন কূটনীতিবিদ দীনেশ ভট্টরাই বলেন, সাম্প্রতিক অতীতে সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে পহেলগামে। প্রাক্তন বিদেশমন্ত্রী এন পি সৌদের প্রস্তাব, নেপাল ভারত এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় জোরালো ব্যবস্থা গড়ে তুলুক। নেপালের প্রাক্তন বিদেশসচিব মধুরমন আচার্য ভারত এবং নেপালের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়ে জোর দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)