লোকসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কুলভূষণ যাদবকে দেশে ফেরানোর চেষ্টা জারি থাকবে। আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় মেনে কুলভূষণের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করতে (কনস্যুলার অ্যাকসেস) দেবে পাকিস্তান। কার্যত সেই সুরেই এ বার বিদেশ মন্ত্রক জানাল, আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য পাকিস্তান। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিদেশসচিব রবীশ কুমার বলেন, ‘‘কুলভূষণকে পাকিস্তান কনস্যুলার অ্যাকেসস দিতে বাধ্য। আমরা আশা করি পাকিস্তান সেটাই করবে।’’
বুধবারই দ্য হেগে আন্তর্জাতিক আদালত রায় দিয়েছে, কুলভূষণের মূত্যুদণ্ড রদ করে পুনর্বিবেচনাকরুক পাকিস্তান। সামরিক আদালত নয়, ফৌজদারি আদালতে কুলভূষণের পুনর্বিচার করা উচিত বলেও রায়ে উল্লেখ করেন বিচারপতিরা। একই সঙ্গে ১০ বিচারপতির প্যানেলের পর্যবেক্ষণ ছিল, কুলভূষণকে কনস্যুলার অ্যাকসেস না দিয়ে পাকিস্তান ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে।
এই প্রেক্ষিতেই বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক আদালতের এই রায়কে ‘চূড়ান্ত’ এবং অবশ্যপালনীয় বলে মন্তব্য করেন রবীশ কুমার। তিনি বলেন, ‘‘পাকিস্তান এ বার কনস্যুলার অ্যাকসেস দিতে বাধ্য। আমরা আশা করি পাকিস্তান সেটাই করবে। এর বাইরে আর কিছু চাই না। আশা করি পাকিস্তান নিজে থেকেই কনস্যুলার অ্যাকসেস দেবে।’’