Advertisement
E-Paper

কুলভূষণ প্রশ্নে অনড় পাকিস্তান

আগের তেরো বার উত্তর ছিল নেতিবাচক। পাকিস্তানে বন্দি ভারতীয় কুলভূষণ যাদবকে নিয়ে ভারতের আর্জি ফের ফিরিয়ে দিল ইসলামাবাদ। ভারতীয় দূতাবাসের কর্মীরা যাতে কুলভূষণের সঙ্গে দেখা করার সুযোগ পান (কনস্যুলার অ্যাক্সেস), সেই আর্জি নিয়ে পাক বিদেশ সচিব তেহমিনা জানজুয়ার সঙ্গে আজই দেখা করেছিলেন ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনার গৌতম বাম্বাওয়ালে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০৩:৫১
Share
Save

আগের তেরো বার উত্তর ছিল নেতিবাচক। পাকিস্তানে বন্দি ভারতীয় কুলভূষণ যাদবকে নিয়ে ভারতের আর্জি ফের ফিরিয়ে দিল ইসলামাবাদ। ভারতীয় দূতাবাসের কর্মীরা যাতে কুলভূষণের সঙ্গে দেখা করার সুযোগ পান (কনস্যুলার অ্যাক্সেস), সেই আর্জি নিয়ে পাক বিদেশ সচিব তেহমিনা জানজুয়ার সঙ্গে আজই দেখা করেছিলেন ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনার গৌতম বাম্বাওয়ালে। কিন্তু পাক সংবাদমাধ্যমের দাবি, তেহমিনা গৌতমকে স্পষ্ট জানিয়েছেন, ভারতীয় বন্দিদের কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার কথা ভাবা যেতে পারে, কিন্তু কোনও চরকে সেই সুযোগ করে দেওয়ার প্রশ্নই ওঠে না। তেহমিনার সঙ্গে দেখা করে আজ কুলভূষণের মায়ের একটি লিখিত আর্জিও পাক সরকারের হাতে তুলে দিয়েছেন গৌতম। কুলভূষণের মা ওই আবেদনে লিখেছেন, তিনি চান তাঁর ছেলের মুক্তি প্রসঙ্গে পদক্ষেপ করুক পাক সরকার।

প্রায় এক বছর আগে চরবৃত্তির অভিযোগে পাকিস্তানে ধরা পড়েন ভারতীয় নৌ-বাহিনীর প্রাক্তন সদস্য কুলভূষণ। দিন কয়েক পাক সেনা আদালত কুলভূষণের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। তার পর থেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে ভারত সরকার। ভারতের দাবি, পাক সেনা অপহরণ কুলভূষণকে করে তাঁর নামে চরবৃত্তির অভিযোগ চাপিয়ে দিয়েছে। উল্টো দিকে, পাকিস্তানের দাবি, কুলভূষণ একটি ভিডিওতে চরবৃত্তির অভিযোগ মেনে নিয়েছেন। কুলভূষণ ধরা পড়ার পর থেকে গত এক বছরে কমপক্ষে তেরো বার কনস্যুলার অ্যাক্সেস চেয়ে এসেছে নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, আন্তর্জাতিক আইন মেনে মানবিকতার খাতিরে ভারতীয় দূতাবাস কর্মীদের সঙ্গে কুলভূষণের দেখা করতে দেওয়া হোক। কিন্তু কোনও বারই সে আবেদনে আমল দেয়নি ইসলামাবাদ।

আরও পড়ুন:ভুবনেশ্বর থেকে সোজা উড়ান চালু সাগরপারে

গৌতম আজ সাংবাদিকদের জানিয়েছেন, কুলভূষণের বাবা-মা যাতে পাকিস্তানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন, সেই আর্জিও লিখিত জানিয়েছেন কুলভূষণের মা। ওই দু’জনের ভিসার ব্যবস্থা যাতে দ্রুত হয়, ভারতে নিযুক্ত পাক হাইকমিশমনকে সেই মতো ব্যবস্থা নিতে বলেছে ভারতের বিদেশ মন্ত্রক। তবে বিষয়টি নিয়ে পাক হাইকমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি।

কুলভূষণের বিষয়টি নিয়ে এ বার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে নয়াদিল্লি। সাউথ ব্লকের শীর্ষ আধিকারিকরা মনে করছেন, বন্দি ওই ভারতীয়ের বাবা-মাকে যদি তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাক সরকার না করে দেয়, তা হলে আন্তর্জাতিক আদালতে ভারতের পাল্লাই ভারী হবে।

Kulbhushan Jadhav Pakistan

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}