ভারত এবং আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিমুখী যুদ্ধে প্রস্তুত পাকিস্তান! সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে এমনটাই জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন অনুসারে, সম্প্রতি একটি প্রকাশ্য কর্মসূচি থেকে আসিফ বলেন, “আমরা দুই সীমান্তে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছি। আমরা পূর্ব এবং পশ্চিম, দুই সীমান্তের জন্যই প্রস্তুত।” সরাসরি ভারত এবং আফগানিস্তানের নাম না-করলেও পূর্ব সীমান্ত বলতে ভারত এবং পশ্চিম সীমান্ত বলতে তিনি যে আফগানিস্তানকেই বুঝিয়েছেন, তা স্পষ্ট।
অবশ্য এই প্রথম নয়, এর আগেও এই ধরনের প্ররোচনামূলক মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের মন্ত্রিসভার এই সদস্য। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ নিয়েও আক্রমণাত্মক নানা মন্তব্য করেছিলেন আসিফ। দাবি করেছিলেন, আফগানিস্তানের তালিবান সরকার ভারতের হাতের পুতুল। পাকিস্তানের বিরুদ্ধে চোখ তুলে তাকালে উপড়ে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আত্মঘাতী হামলায় ১২ জনের মৃত্যু হয়। আহত হন ৩৬ জন। এই ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), যারা পাক তালিবান নামেই সমধিক পরিচিত। তবে ওই বিস্ফোরণের জন্য কার্যত নয়াদিল্লিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শাহবাজ বলেছেন, “যারা দায়ী, তাদের পিছনে ভারতের সমর্থন রয়েছে।”
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলা এবং তার পরবর্তী সময়ে তালিবান সরকারের জবাব দুই দেশের সীমান্তকে উত্তপ্ত করে তুলেছিল। বর্তমানে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে সমঝোতা হয়েছে। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও তলানিতে। পাকিস্তানে দীর্ঘ দিন ধরে সক্রিয় টিটিপি। আফগানিস্তানে যে তালিবান ক্ষমতাসীন, তাদেরই একটি শাখা পাক তালিবান। ইসলামাবাদের দাবি, আফগানিস্তান এবং ভারতের মদতে এই গোষ্ঠী পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। কাবুল এবং নয়াদিল্লি বার বার এই দাবি অস্বীকার করেছে।