দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি পাক সরকারের আচরণ নিয়ে বহু দিন ধরেই সরব ভারত। এ বার লাহৌরে একটি গুরুদ্বারকে মসজিদে রূপান্তরিত করার তীব্র প্রতিবাদ জানাল তারা। সোমবার এ নিয়ে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে অভিযোগ জানানো হয়েছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব একটি বিবৃতি প্রকাশ করে বলেন, ‘‘লাহৌরের নওলাখা বাজারে ভাই তারু সিংহজি যেখানে শহিদ হন, সেখানেই গুরুদ্বার শহিদি আস্থান রয়েছে। অথচ ওই জায়গাটি মসজিদ শহিদ গঞ্জের বলে দাবি করছে পাকিস্তান। সেটিকে মসজিদে রূপান্তরিত করার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে পাক হাইকমিশনে তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা।’’
গোটা ঘটনার তীব্র সমালোচনা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহও। টুইটারে তিনি লেখেন, ‘‘লাহৌরের পবিত্র শ্রী শহিদি আস্থান, যা কিনা ভাই তারু সিংহজির শহিদস্থল, সেই গুরুদ্বারকে মসজিদে রূপান্তর করার যে চেষ্টা চলছে, তার তীব্র নিন্দা করছি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে অনুরোধ, সেখানে অবস্থিত সমস্ত শিখ ধর্মস্থানগুলি যাতে নিরাপদ থাকে, তা নিয়ে পঞ্জাবের হয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হোক।’’