Advertisement
E-Paper

আকাশযুদ্ধে যাত্রিবাহী বিমানকে শিখণ্ডী করছে পাকিস্তান! ‘দায়িত্বজ্ঞানহীন’ ইসলামাবাদের দিকে আঙুল তুলল ভারত

শুক্রবার সন্ধ্যায় বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনাবাহিনী যৌথ সাংবাদিক বৈঠক করে। সেই বৈঠকেই পাকিস্তানের বিরুদ্ধে আকাশসীমা বন্ধ না করার অভিযোগ তোলা হয়েছে। এমনকি, ‘ফ্লাইটরেডার২৪’ অ্যাপ থেকে নেওয়া তথ্যও তুলে ধরা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৯:৪৫
Pakistan used civilian planes as shield, said India

‘ফ্লাইটরেডার২৪’ অ্যাপ থেকে নেওয়া তথ্যও তুলে ধরেন কর্নেল সোফিয়া কুরেশি। ছবি: পিটিআই।

যাত্রিবাহী বিমানকে শিখণ্ডী হিসাবে ব্যবহার করছে পাকিস্তান! শুধু তা-ই নয়, ব্যর্থ হামলার পরেও নিজেদের আকাশসীমা অসামরিক বিমানের জন্য বন্ধ না করায় ইসলামাবাদকে কাঠগড়ায় তুলল ভারত। এই কাজকে দায়িত্বজ্ঞানহীন বলেও নিন্দা করে তারা।

শুক্রবার সন্ধ্যায় বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনাবাহিনী যৌথ সাংবাদিক বৈঠক করে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী, কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। সেই সাংবাদিক বৈঠকেই পাকিস্তানের বিরুদ্ধে আকাশসীমা বন্ধ না করার অভিযোগ তোলা হয়েছে। এমনকি, ‘ফ্লাইটরেডার২৪’ অ্যাপ থেকে নেওয়া তথ্যও তুলে ধরা হয়। উল্লেখ্য, এই অ্যাপ সাধারণ বিভিন্ন বিমানের গতিপথ সম্পর্কে অবহিত করে থাকে।

সাংবাদিক বৈঠকে সোফিয়া বলেন, ‘‘৭ মে রাত সাড়ে ৮টা নাগাদ এক ব্যর্থ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করার পরেও পাকিস্তান তাদের অসামরিক আকাশসীমা বন্ধ করেনি।’’ ভারতের দাবি, ‘‘যাত্রিবাহী বিমানকে ঢাল হিসাবে ব্যবহার করছে পাকিস্তান।’’ ভারতের দাবি, নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় ভারত তাদের আকাশসীমা অসামরিক বিমানের জন্য বন্ধ করলেও পাকিস্তান সেই পথে হাঁটেনি।

পাকিস্তানের হামলায় ভারত যে পাল্টা জবাব দেবে তা বুঝেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ, দাবি ভারতের। আকাশসীমা খুলে রেখে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে পাকিস্তান-- এই মর্মে নিন্দা করল নয়াদিল্লি। তারা জোর দিয়ে জানায়, নিরীহ যাত্রীদের জীবন অপ্রয়োজনীয় ভাবে ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সোফিয়া জানান, ভারতীয় বিমানবাহিনী পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে ‘যথেষ্ট সংযম’ দেখিয়েছে। পাকিস্তানের আকাশসীমায় যাত্রিবাহী বিমানগুলিকে ঝুঁকির মুখে না ফেলতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি ভারত। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই জম্মু-কাশ্মীর, পঞ্জাব এবং রাজস্থানের বিভিন্ন জায়গায় পাকিস্তানের ড্রোন হামলার খবর পাওয়া যায়। ভারতের দাবি, সেই ড্রোন হামলা বার বার ব্যর্থ করেছে সেনাবাহিনী। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দেয় পাকিস্তানি ড্রোন হামলা। এ প্রসঙ্গে শুক্রবারের সাংবাদিক বৈঠকে সোফিয়া বলেন, পাকিস্তান বৃহস্পতিবার রাতে ভারতের সেনাছাউনিগুলি নিশানা করার চেষ্টা করেছিল। ভারতের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করেছে তারা। শুধু তা-ই নয়, নিয়ন্ত্রণরেখায় ক্রমাগত গোলাবর্ষণও করেছে পাকিস্তান সেনা। ভারতের ৩৬ জায়গায় অন্তত ৩০০ থেকে ৪০০ বার ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারতীয় সেনা সেই হামলা প্রতিহত করেছে। বেশ কয়েকটি ড্রোনকে নামিয়েছে তারা।’’

India-Pakistan Conflicts Pakistan Drone Attacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy