পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিয়ে গেলে ভারতও ভবিষ্যতে আত্মসংবরণ করবে না। কয়েক দিন আগেই এই হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের স্থলসেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এ বার পাল্টা জবাব দিল পাকিস্তানও। পাকিস্তানের শাহবাজ় শরিফ সরকারের এক মন্ত্রী বললেন, ‘‘ওদের যুদ্ধবিমানের ধ্বংসস্তূপেই ভারতকে কবর দেব।’’
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেন, ‘‘ভারত যা সব বিবৃতি দিচ্ছে, তা আসলে ওদের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা। ওরা তো ৬-০-তে হেরেছে। ওরা যদি আবার চেষ্টা করে, এর চেয়েও খারাপ ফলাফল হবে।’’
যদি এই ৬-০ ‘স্কোরলাইনের’ কী অর্থ, তা অবশ্য স্পষ্ট করেননি পাক মন্ত্রী। তবে অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তান দাবি করে আসছে যে, তারা ভারতের পাঁচটি রাফাল যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে। যদিও এই দাবির সপক্ষে কোনও প্রমাণ প্রকাশ্যে আনতে পারেনি পাকিস্তান।
প্রসঙ্গত, গত শুক্রবার রাজস্থানে একটি কর্মসূচিতে গিয়ে ভারতীয় স্থলসেনাপ্রধান দ্বিবেদী বলেছিলেন, ‘‘বিশ্বের ইতিহাস এবং ভূগোলে পাকিস্তান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে রাষ্ট্র সমর্থিত সন্ত্রাস বন্ধ করতে হবে। সিঁদুর অভিযানের সময় যে সংযম আমরা দেখিয়েছিলাম, এ বার আর তা দেখাব না। আবার ওরা প্ররোচনা দিলে আরও এক ধাপ এগিয়ে যাব।’’ এখানেই থামেননি তিনি। দ্বিবেদী আরও বলেন, ‘‘এমন হতেই পারে যে, এমন আঘাত হানব, পাকিস্তানকে নিজের ইতিহাস, ভূগোল টিকিয়ে রাখতে ভাবতে হবে।’’
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। সেই হামলার ঘটনায় পাকিস্তানি জঙ্গিদের যোগসাজশের প্রমাণ মেলে। ৭ মে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যে সিঁদুর অভিযান চালায় ভারত। পাকিস্তানে ন’টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রায় ১০০ জঙ্গি নিহত হয়। পাকিস্তান ভারতে হামলার চেষ্টা চালালে তা ব্যর্থ করে এ দেশের সেনাবাহিনী। শুক্রবার ভারতীয় সেনাবাহিনীকে আবার প্রস্তুত থাকতে বললেন স্থলসেনাপ্রধান। তিনি বলেন, ‘‘অনুগ্রহ করে পুরোপুরি প্রস্তুত থাকুন। ঈশ্বর চাইলে, খুব শীঘ্রই আরও এক বার সুযোগ পাবেন। শুভকামনা রইল। জয়হিন্দ।’’
ঘটনাচক্রে, দিনকয়েক আগে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ দাবি করেছিলেন, ভারতের সাতটি যুদ্ধবিমান ধ্বংস করেছে সে দেশের সেনা। যদিও ভারতীয় বায়ুসেনা প্রধান এপি সিংহ আগেই পাকিস্তানের এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, ‘মনগড়া গল্প’। ৯৩তম বায়ুসেনা দিবস উদ্যাপনে তিনি এ-ও জানান যে, পাকিস্তানের আট থেকে ১০টি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত।