Advertisement
১৮ মে ২০২৪

হাইলাকান্দির ২ পঞ্চায়েতে ভোট

হাইলাকান্দিতে দু’টি গ্রাম পঞ্চায়েতে সভাপতি নির্বাচন ২২ মার্চ। শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। একই দিনে উপনির্বাচন হবে কাছাড় জেলার দক্ষিণ সঈদপুর, করিমগঞ্জ জেলার মাইজগ্রাম, ধুবড়ির ধিংধিঙ্গা পারুয়া এবং মরিগাঁও জেলার নাগাবান্ধা পঞ্চায়েতের সভাপতি পদের জন্যও।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০২:০২
Share: Save:

হাইলাকান্দিতে দু’টি গ্রাম পঞ্চায়েতে সভাপতি নির্বাচন ২২ মার্চ। শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। একই দিনে উপনির্বাচন হবে কাছাড় জেলার দক্ষিণ সঈদপুর, করিমগঞ্জ জেলার মাইজগ্রাম, ধুবড়ির ধিংধিঙ্গা পারুয়া এবং মরিগাঁও জেলার নাগাবান্ধা পঞ্চায়েতের সভাপতি পদের জন্যও। আজ হাইলাকান্দির জেলাশাসক মলয় বরা ও জেলার নির্বাচন আধিকারিক অমলেন্দু রায় জানান, আলগাপুর সার্কেলে আলগাপুর এবং কাটলিছড়া সার্কেলে হরিশনগর গ্রাম পঞ্চায়েতে সভাপতি পদে নির্বাচন হবে। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে ভোটগ্রহণ করা হচ্ছে। বছরখানেক আগে ওই দুই পঞ্চায়েতের সভাপতি অনাস্থা ভোটে পরাজিত হন।

তার জেরে উদ্ভূত রাজনৈতিক জটিলতা গড়ায় আদালতে। হাইকোর্ট ওই দুই পঞ্চায়েতের সভাপতি পদের নির্বাচন করার নির্দেশ দেয়। জেলাশাসক জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ মার্চ। তা পরীক্ষা করা হবে ৩ মার্চ। সে দিনই বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সে দিন বিকেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামতালিকা প্রকাশ করা হবে। ২২ মার্চ ভোটগ্রহণ। প্রয়োজনে ২৩ মার্চ ফের ভোট নেওয়া হবে। ২৪ মার্চ জেলাশাসক কার্যালয়ে ভোটগণনা করা হবে। সংশ্লিষ্ট এলাকার বিডিও-দের মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের তদারকির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক অমলেন্দু রায় জানান, আলগাপুর পঞ্চায়েতের ভোটার ৫ হাজার ৪৯২ জন। মহিলা ভোটার ২ হাজার ৯১১ জন। হরিশনগর পঞ্চায়েতের ভোটারসংখ্যা ৬ হাজার ১৮১। মহিলা ভোটার ৩ হাজার ২৭৬ জন। পুরুষ ২ হাজার ৯০৫। ভোট-পর্ব নিয়ে এ দিন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসনিক বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Panchayat Vote Hailakundi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE