Advertisement
০৪ জুন ২০২৪

জঙ্গি চিঠিতে আতঙ্ক ছড়াল হাসপাতালে

হাফলং সরকারি হাসপাতালের চিকিৎসকদের কাছে টাকা চেয়ে হুমকি চিঠি পাঠিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। কিন্তু তার পরও ওই হাসপাতালের চিকিৎসক-কর্মীদের জন্য পর্য়াপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ০২:৫৮
Share: Save:

হাফলং সরকারি হাসপাতালের চিকিৎসকদের কাছে টাকা চেয়ে হুমকি চিঠি পাঠিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। কিন্তু তার পরও ওই হাসপাতালের চিকিৎসক-কর্মীদের জন্য পর্য়াপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।

সম্প্রতি ডিএইচডি অ্যাকশন জঙ্গিগোষ্ঠীর নাম করে হাফলং সরকারি হাসপাতালে হুমকি-চিঠি পাঠানো হয়েছিল। টাকা চেয়ে হুমকি-ফোনও করে জঙ্গিরা। এ সবের জেরে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত। ডিমা হাসাওয়ের পুলিশ সুপার বিবেক রাজ সিংহকে বিষয়টি জানানো হয়েছে। এফআইআর দায়ের হয়েছে হাফলং সদর থানা ও সরকারি বাগান পুলিশ চৌকিতে। চিকিৎসকদের একাংশের অভিযোগ, এর পরও পুলিশের তরফে নিরাপত্তার কোনও ব্যবস্থা করা হয়নি। শুধুমাত্র হাসপাতালের প্রবেশপথে গৃহরক্ষী বাহিনীর দু’জন জওয়ানকে মোতায়েন করা হয়েছে। হাসপাতাল চত্বরে থাকা পুলিশচৌকিতেও নেই পর্যাপ্ত সংখ্যক পুলিশকর্মী। নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক, কর্মীরা। রাতের দিকে আপৎকালীন পরিষেবায় যোগ দিতে ভয় পাচ্ছেন অনেকে। হাফলং পুলিশ সূত্রে খবর, ওই চিঠি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। রাতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Terrorist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE