এক হাতে সিগারেট, অন্য হাতে মোবাইল। ট্রেনের ভিতর পায়ের উপর পা তুলে বসে ধূমপান করছেন এক ব্যক্তি। সহযাত্রী আপত্তি জানালে পাল্টা তাঁকেই হুমকি দিলেন তিনি। নিজেকে রেলের কর্মী বলে দাবিও করলেন অভিযুক্ত। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘কর্নাটক পোর্টফোলিয়ো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ব্যক্তি ট্রেনের ভিতর মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ধূমপান করছেন। সহযাত্রী আপত্তি জানাতেই খেপে ওঠেন তিনি। ট্রেনের ভিতর ধূমপান করা আইনত অপরাধ, তা জানিয়ে ওই ব্যক্তিকে সিগারেট ফেলে দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু সেই ব্যক্তি সহযাত্রীর কথায় পাত্তা দেননি।
পাল্টা হুমকি দিয়ে তিনি বলেন, ‘‘আমি রেলের কর্মী। আপনি যা খুশি করতে পারেন।’’ ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করে ভারতীয় রেল এবং বেঙ্গালুরু পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে সেই বিষয়ে বিস্তারে জানতে চেয়েছেন রেল কর্তৃপক্ষ।
বেঙ্গালুরু পুলিশের তরফেও জানানো হয়েছে যে, ওই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। ওই ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘রেলের কর্মী হলে আরও বেশি করে নিয়মকানুনের শ্রদ্ধা করতেন। এ ভাবে নিয়ম ভেঙে অন্য সহযাত্রীদের অসুবিধা তৈরি করতেন না।’’