পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র পরিকাঠামো মজবুত করার পরামর্শ দিল শিক্ষা মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি ওই কমিটির পক্ষ থেকে ফের কাগজে-কলমে পরীক্ষা নেওয়ার জন্য এনটিএ-কে পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টে কমিটি জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডেশন কাউন্সিল (এনএএসি) যারা বিভিন্ন কলেজগুলির মান যাচাই করে থাকে, সেই সংস্থার কাজে একাধিক গাফিলতি পাওয়া গিয়েছে। যে কারণে ওই সংস্থার উপরে একটি শ্বেতপত্র প্রকাশের পরামর্শ দিয়েছে কমিটি। পাশাপাশি জাতীয় স্তরে হওয়া বিভিন্ন পরীক্ষার যে নীতি রয়েছে তা পরিবর্তন করে অতীতের মতো কাগজে-কলমে পরীক্ষা নিতে বলা হয়েছে রিপোর্টে। বর্তমানে পরীক্ষা মূলত কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু ওই ব্যবস্থায় নানাবিধ ত্রুটি, বিশেষ করে প্রশ্ন ফাঁস হওয়ার একাধিক ঘটনা ঘটায় ফের প্রথাগত পদ্ধতিতে ফিরে যাওয়ার সুপারিশ করা হয়েছে।
পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ ও পরিচালন পদ্ধতি নিয়ে ওঠা অভিযোগের তদন্ত করা ছাড়াও বিভিন্ন দফতরে যে শূন্য পদগুলি রয়েছে সেগুলি দ্রুত পূরণ করার পরামর্শ দিয়েছে ওই কমিটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)