Advertisement
০৪ মে ২০২৪
National News

অবৈধ নির্মাণ, ভেঙে দেওয়া হল স্যর জাডেজার রেস্তোরাঁ

অবৈধ নির্মাণের অভিযোগে ভেঙে দেওয়া হল ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজার রেস্তোরাঁ ‘জাড্ডুস ফুড ফিল্ড’। শহরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশন (আরএমসি)। আর তাতেই ভাঙা পড়েছে জাডেজার রেস্তোরাঁর একাংশ।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ১১:১৭
Share: Save:

অবৈধ নির্মাণের অভিযোগে ভেঙে দেওয়া হল ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজার রেস্তোরাঁ ‘জাড্ডুস ফুড ফিল্ড’। শহরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশন (আরএমসি)। আর তাতেই ভাঙা পড়েছে জাডেজার রেস্তোরাঁর একাংশ।

শহর পরিকল্পক প্রোজেক্টের আধিকারিক এম ডি সাগাথিয়া জানান, অবৈধ নির্মাণ ভাঙার জন্য অভিযান চালানো হয় মাভরি রোড ও কালাভার রোডে। মোট ৩২টি বাড়ি ভেঙে ফেলা হয়। তার মধ্যে বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে। ওই দু’টি এলাকার ৯৭ জনকে নোটিস পাঠায় আরএমসি। যাঁরা অবৈধ ভাবে বাড়ি এবং দোকান বানিয়েছিলেন। এঁদের মধ্যে ৬০ জন স্বেচ্ছায় নিজেরাই সেই বাড়ি বা দোকান ছেড়ে দেন।

আরও খবর: বিচারপতির বেতন বৃদ্ধিতে বিলের ভাবনা

সাগাথিয়া আরও জানান, এই কালাভার রোডেই ছিল জাডেজার রেস্তোরাঁ। এর স্টোর রুম এবং রান্নাঘর অবৈধ ভাবে তৈরি করা হয়েছে বলে চিহ্নিত করা হয়।

তবে এ বিষয়ে জাডেজার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravinder Jadeja Restaurant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE