তিরুপতির হাসপাতালের সেই দৃশ্য। ছবি: এক্স।
সম্প্রতি কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দেশ জুড়ে চলছে বিক্ষোভ। এর পরেই কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাও। এ বার প্রকাশ্যে এল অন্ধ্রপ্রদেশের হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থার ভিডিয়ো।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতির এক হাসপাতালে। হাসপাতালের জরুরি বিভাগের ওই সিসিটিভি ফুটেজ সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের মধ্যেই এক জুনিয়র চিকিৎসকের চুলের মুঠি ধরে মারছেন এক রোগী! হাসপাতালের বিছানার স্টিলের কাঠামোয় ওই চিকিৎসকের মাথা ঠুকে দিচ্ছেন তিনি।
বিষয়টি দেখতে পেয়ে সহকর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। ওই চিকিৎসক সংশ্লিষ্ট হাসপাতালে ইন্টার্ন হিসাবে কাজ করেন। শনিবারের ঘটনায় মাথায় চোট পেয়েছেন তিনি। ঘটনার পরেই প্রতিষ্ঠানের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘শনিবার জরুরি বিভাগে কর্মরত অবস্থায় এক রোগী পিছন থেকে এসে আমায় মারতে শুরু করেন। আমার চুলের মুঠি ধরে বিছানার ফ্রেমে সজোরে মাথা ঠুকতে থাকেন। ঘটনার সময় সেখানে কোনও নিরাপত্তারক্ষীও উপস্থিত ছিলেন না।’’
হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন আহত চিকিৎসক। তাঁর অভিযোগ, ওই রোগীর কাছে ধারালো অস্ত্র থাকলে বড় কোনও অঘটনও ঘটে যেতে পারত। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy