Advertisement
E-Paper

জম্মু ও কাশ্মীরে রাজ্যসভার চার আসনে ভোট শুক্রবার, ওমরের প্রার্থীদের সমর্থন করলেন মেহবুবা!

রাজ্যসভার চারটি আসনের মধ্যে ‘নিরাপদ’ তিনটি একতরফা ভাবে ন্যাশনাল কনফারেন্স প্রার্থী ঘোষণা করায় তাদের সহযোগী কংগ্রেস ক্ষুব্ধ হয়ে চতুর্থ আসনে না-লড়ার সিদ্ধান্ত নিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৮:০০
PDP president Mehbooba Mufti announces support for National Conference in Rajya Sabha election in Jammu and Kashmir

(বাঁ দিকে) জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি (ডান দিকে)। —ফাইল চিত্র।

রাজ্যসভা ভোটের ২৪ ঘণ্টা আগে জম্মু ও কাশ্মীরের রাজনীতিতে নতুন সমীকরণ! বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চলের বিরোধী দল পিপল্‌স ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র প্রধান মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (এনসি)-র প্রার্থীদের সমর্থনের কথা ঘোষণা করলেন। অন্য দিকে, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দুই সহযোগী, এনসি এবং কংগ্রেসের মধ্যে ফাটল আরও চওড়া হল।

শুক্রবার জম্মু ও কাশ্মীরে রাজ্যসভার চারটি আসনে ভোট হবে। প্রায় এক দশক বিধানসভা ভোট না হওয়ায় ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে আসনগুলি খালি পড়ে ছিল। এনসি প্রধান তথা ওমরের বাবা ফারুক আবদুল্লা একতরফা ভাবে তিনটি ‘নিরাপদ’ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা পরে কংগ্রেসের সঙ্গে সংঘাত বাধে। চতুর্থ আসনটি কংগ্রেসের জন্য ছেড়েছিলেন ফারুক-ওমর। কিন্তু পরিষদীয় পাটিগণিতের হিসেবে ওই আসনে জম্মু ও কাশ্মীর বিধানসভার প্রধান বিরোধী দল বিজেপি সুবিধাজনক অবস্থায় থাকায় কংগ্রেস লড়তে রাজি হয়নি।

এর পর চতুর্থ আসনেও প্রার্থী দিয়ে দেয় এনসি। রাজ্যসভা ভোটে দুই সহযোগীর টানাপড়েনের প্রভাব পড়েছে নাগ্রোটা বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনেও। বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিংহ রানার (সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের ভাই) মৃত্যুতে খালি হওয়া ওই আসনেও না লড়ার সিদ্ধান্ত নিয়েছে রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দল। ফলে বিজেপিকে ঠেকাতে ‘পদ্মশিবিরের শক্ত ঘাঁটি’তে লড়তে হচ্ছে এনসি-কে। কাশ্মীর উপত্যকায় মূল প্রতিদ্বন্দ্বী এনসি এবং পিডিপি। তবে কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা সমর্থন করলেন এনসি প্রার্থীকে? ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবরে দাবি, চতুর্থ আসনটিতে বিজেপিকে হারাতে বুধবার রাতে মেহবুবাকে ফোন করেছিলেন ফারুক। তার পরেই ভোটদানে বিরত থাকার পূর্বঘোষিত সিদ্ধান্ত বদলে এনসি প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নেন তিনি। প্রসঙ্গত, ৯০ সদস্যের জম্মু ও কাশ্মীর বিধানসভায়, ন্যাশনাল কনফারেন্সের ৪১ জন বিধায়ক রয়েছেন। বিজেপির ২৮ জন, কংগ্রেসের ছ’জন, পিডিপির তিন জন, ছোট দল এবং নির্দল ১৩ জন। দু’টি আসন, বদগাম এবং নাগ্রোটা বর্তমানে খালি রয়েছে।

Mehbooba Mufti National Conference Rajya Sabha Election Jammu and Kashmir Rajya Sabha Omar Abdullah Farooq Abdullah PDP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy